Latest News

October 30, 2017

Leopard safari in north Bengal

Leopard safari in north Bengal

After the immense success of the Bengal Safari Park near Siliguri, the State Government has now planned to launch a leopard safari at Khairbari Eco Park, adjoining the Jaldapara forest in Madarihat.

The safari is going to take place in a 23-acre area. The area has already been identified. Only the permission of the Central Zoo Authority is awaited, which is expected soon. As of now there are eight leopards and a royal Bengal tiger at Khairbari Eco Park.
According to an officer of the Forest Department, which is implementing the project, one of the ideas behind creating the leopard safari is attracting visitors to north Bengal during the rainy season, when the core jungle areas remain shut.

According to sources in the Forest Department, there are plans to offer wildlife attractions in more areas in north Bengal.

Sources: The Telegraph and Sangbad Pratidin

জলদাপাড়ায় এবার লেপার্ড সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্কের ধাঁচে এবার জলদাপাড়ার জঙ্গল সংলগ্ন খয়েরবাড়িতে লেপার্ড সাফারি পার্ক তৈরির কথা ভাবছে রাজ্য বন দপ্তর। পার্কের জন্য জমি চিহ্নিতকরণের কাজ শেষ, শুধু প্রয়োজন জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন। বনমন্ত্রী এই কথা বলেন।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্ক ইতিমধ্যেই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। খয়েরবাড়িকেও সেভাবেই তুলে ধরতে চান রাজ্য বন দপ্তর। খয়েরবাড়িকে নতুন করে সাজানোর জন্য ২৩ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে।

আশা করা হচ্ছে জমে যাবে লেপার্ড সাফারি। মন্ত্রী বলেন, বনের প্রাণীদের খাদ্য বাসস্থান এবং নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।

ডুয়ার্সের দুই জঙ্গলে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য আরও দুটি নতুন বাসস্থান খোঁজা হয়েছে। বনমন্ত্রী আরও বলেন, বর্ষায় জঙ্গলের আলাদা আকর্ষণ থাকে। বহু পর্যটক বর্ষায় বনসংলগ্ন এলাকায় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্তু, বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হওয়ায়, বন্ধ রাখা হয় জঙ্গল। এই সময় জঙ্গল লাগোয়া কিছু