Latest News

October 27, 2017

KMC receives national recognition of Best Performing Urban Project funded by ADB

KMC receives national recognition of Best Performing Urban Project funded by ADB

The Kolkata Environmental Improvement Investment Program of Kolkata Municipal Corporation (KMC) has got the national recognition of Best Performing Urban Project funded by ADB for the year 2016 out of 84 ongoing Urban Projects in India, for outstanding project implementation in water supply, sewerage, drainage services sectors.

Bengal Chief Minister Mamata Banerjee took to social media to inform everyone about this great achievement.

Click here to see her full Facebook post.

The KMC has gone through a tremendous developmental change under the Trinamool Congress. Besides keeping the city clean and being beautified, the citizens now receive basic amenities like healthcare, water supply and other facilities free of cost. Also, e-governance received impetus and a number of facilities can be available with the click of a mouse.

 

পুরসভার কাজের গতি ফের সম্মানিত

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কলকাতা পুরসভার কাজের গতিকে ফের দেশের সেরা বলে স্বীকৃতি দিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এডিবি’র টাকায় ২০১৬ সালে সারা দেশে যে ৮৪টি প্রকল্প চলছিল, তাতেই প্রথম হয় কলকাতা পুরসভা। দফায় দফায় নির্দিষ্ট সময়ের আগেই একের পর এক প্রকল্প সম্পূর্ণ করে ইতিমধ্যে প্রায় ১৭০কিঃ মিঃ নিকাশি ও ৭০০কিঃ মিঃ দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সম্পূর্ণ করা হয়েছে। গোটা দেশের মধ্যে নজির সৃষ্টি করে ২৭হাজার পরিবারকে নতুন করে বিশুদ্ধ পানীয় জলের সংযোগও দিয়েছে কলকাতা পুরসভা।

এডিবি’র ঋণের ৩৬০০কোটি টাকার প্রকল্পের তৃতীয় তথা শেষ পর্যায়ের নিকাশি ও পানীয় জল সরবরাহের কাজের ওয়ার্ক অর্ডারও ইতিমধ্যে সম্পূর্ণ করেছে পুরসভা। কাজও শুরু হবে শীঘ্রই।

প্রসঙ্গত, আগের প্রকল্পগুলি সম্পূর্ণ গাইডলাইন মেনে সময়মত বাস্তবায়ন করায় ২০১৪সালে এডিবি ফের ৩৬০০কোটি টাকা বরাদ্দ করে।

এই অভূতপূর্ব সাফল্যের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে জানান।

বিশদে পড়তে ক্লিক করুন এখানে