Latest News

April 6, 2018

Kanyashree Bhawans coming up in nine blocks of Jangalmahal

Kanyashree Bhawans coming up in nine blocks of Jangalmahal

The Bengal Government is setting up Kanyashree Bhawans in nine blocks of the State. These buildings would be used to provide training to schoolgirls who are beneficiaries of the Kanyashree Scheme.

The two-storied buildings, to be located in the block headquarters towns, would house a library, and facilities for e-learning, training for joint entrance examinations as well as for learning various other skills. The buildings would also have television sets so that the girls can learn about world events and thus vastly expand their knowledge.

For a start, the nine blocks would be selected from the Jangalmahal region. So far, Rs 60 lakh has been allotted for each such Bhawan. The constructions would be completed in six months.

 

জঙ্গলমহলের ন’টি ব্লকে হবে ‘কন্যাশ্রী ভবন’

 

জেলার কন্যাশ্রীদের জন্য বিভিন্ন ব্লকে ভবন তৈরী করছে প্রশাসন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, কন্যাশ্রীদের আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দরকার। দেশ বিদেশে কোথায় কী ঘটছে, সেটাও জানা দরকার। তাহলেই তারা পারবে নিজেদের এবং চারপাশটা ভাল ভাবে বুঝতে। পায়ের তলায় শক্ত হবে মাটি। আর সেই ভাবনা থেকেই ‘কন্যাশ্রী ভবন’ তৈরী করতে উদ্যোগী রাজ্য সরকার।

এই ভবনের নামটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি ব্লক সদরে দোতলা বাড়ি গড়ে তোলা হবে। সেখানে থাকবে গ্রন্থাগার। ই-লার্নিংয়ের সুবিধে। সব মিলিয়ে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়েপিটে নেওয়ার সমস্ত বন্দোবস্ত। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজনও থাকবে।

আপাতত জঙ্গলমহলের ন’টি ব্লকে কন্যাশ্রী ভবন গড়া হচ্ছে। পরে জেলার বাকি ব্লকগুলিতেও হবে। প্রতিটি ভবন গড়তে বরাদ্দ হয়েছে ৬০ লক্ষ টাকা করে। সেটা আসবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। মাস ছয়েকের মধ্যে ভবনগুলি তৈরী হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক।

মেয়েদের সাবলম্বী করে তুলতে পুরুলিয়া থেকেই শুরু হয়েছে ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প। কন্যাশ্রী ভবন সেই মেয়েদের এগিয়ে যাওয়ার পথের নতুন দিশা দেখাবে বলে আশা প্রশাসনের।