January 20, 2018
Joint venture set to boost industrial and logistics parks in Bengal

Embassy Industrial Parks is entering a joint venture (JV) with Warbug Pincus and Embassy Group, that have partnered with PATTON Group of Kolkata to develop industrial and logistics parks in the state.
Embassy Industrial Parks has committed to invest Rs 1,000 crore in industrial and logistics parks in Bengal. A senior official of PATTON Group said that there will be phase-wise investment on a 1.1 million sq feet area in 50 acres of land of PATTON, with investment of Rs 400 crore.
Embassy and PATTON will explore more opportunities to develop industrial and logistics parks in the state.
State Urban Development Minister said that the state is eyeing investment in the logistics sector in a big way and will be laying special emphasis on the sector, with businessmen attending the summit expressing interest to invest in logistics.
“We do not need to take agricultural land. There are a number of factories that are lying closed. We will go for vertical expansion at these places and set up godowns and warehouses,” he added.
It may be mentioned that a new policy on Logistics Park Development and Promotion was announced at the summit.
রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়বে প্যাটন-এমব্যাসি গ্রুপ
রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক গড়ে তুলবে প্যাটন গ্রুপ। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের মঞ্চে বেঙ্গালুরুর সংস্থা এমব্যাসির সঙ্গে মউ স্বাক্ষর করল কলকাতার প্যাটন গ্রুপ।
উলুবেড়িয়ার বম্বে রোড এর পাশে প্যাটন গ্রুপের ৫০ একর জমির ওপর ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে একটি লজিস্টিক পার্ক এবং একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিকভাবে প্রকল্পটিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই গ্রুপ।
অণ্ডালে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান নীতি এনেছে রাজ্য সরকার।
ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে পশ্চিমবঙ্গের। তার সাথেই তাল মিলিয়ে বাড়ছে গুদামঘর ও পণ্য সরবরাহের চাহিদাও।ইতিমধ্যেই রাজ্যে মোট ১.১৬ কোটি বর্গফুট গুদামঘর রয়েছে। ভবিষ্যতে এর আয়তন আরও বৃদ্ধি পাবে।