Latest News

February 24, 2018

Jharnadhara Project to mitigate water woes in the Hills

Jharnadhara Project to mitigate water woes in the Hills

The Bengal Government is planning to launch Jharnadhara Water Project in the Hills to mitigate the long-term problem of water crisis.

The North Bengal Development Department has been undertaking various measures to address the water crisis issue in the region. Once this project gets started, not just the Hills region, but other parts of north Bengal too will benefit immensely.

According to an official of the department, the project would be implemented after a thorough study on how fountain water, which is available in many areas, could be treated in plants to produce drinking water on a large scale.

 

পাহাড়ের জলের সমস্যা মেটাতে ঝর্ণাধারা প্রকল্প

পাহাড়ের দীর্ঘদিনের জলের সমস্যা মেটাতে এক নতুন প্রকল্প চালু করার ভাবনা রাজ্য সরকারের। এই প্রকল্পের নাম ঝর্ণাধারা।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই অঞ্চলে জলের সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যেই প্রচুর পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্প চালু হলে পাহাড়ের পাশাপাশি উত্তরবঙ্গের বিরাট সংখ্যক মানুষ উপকৃত হবেন।

এই দপ্তরের এক আধিকারিকের মতে, এই প্রকল্প বাস্তবায়িত করতে পাহাড়ি ঝর্ণাগুলির সমীক্ষা করা হবে। ঝর্ণার জলই পরিশোধন করে সরবরাহ করা হবে।

Source: Millennium Post