January 3, 2018
GEECL to invest Rs 2,500 cr in Bengal to extract coal-bed methane

In a huge boost to industry in Bengal, energy major Great Eastern Energy Corporation Limited (GEECL) has decided to invest Rs 2,500 crore to extract coal-bed methane from coalfields in Raniganj.
Coming just before the Bengal Global Business Summit (BGBS), this decision is being seen as major thumbs up for the climate for investment in the state, something that Chief Minister Mamata Banerjee has been stressing on at every business interaction she has.
A spokesperson for GEECL has said that the company would set up 144 wells and a commensurate length of pipelines to extract the methane.
It should be mentioned here that GEECL already operates a methane-extraction setup in the Raniganj (South) block. This Rs 2,500 crore new investment is a big step in the right direction.
রাজ্যে ২৫০০ কোটি লগ্নির ঘোষণা গ্রেট ইস্টার্ন এনার্জির
ভূগর্ভস্থ কয়লাস্তরে নিমজ্জিত থাকা মিথেন গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী তিন থেকে চার বছরে রানিগঞ্জে আরও ২৫০০ কোটির লগ্নি করবে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক আগেই এই লগ্নি স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে একটা বড় প্রাপ্তি।
গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড দেশের প্রথম সংস্থা যারা ভূগর্ভস্থ কয়লাস্তর থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু করে। সংস্থার সিইও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ব্লকে গ্যাস উৎপাদনের জন্য ১৪৪টি নতুন কুয়ো খনন এবং পাইপলাইন বসাতে প্রায় ২৫০০ কোটি টাকার লগ্নির পরিকল্পনা করা হয়েছে।
আগামী তিন থেকে চার বছর ধরে লগ্নি করা হবে।
Source: Ei Samay