Latest News

June 17, 2016

Free WiFi service in Bengal colleges soon

Free WiFi service in Bengal colleges soon

To make the students in the State more tech-friendly, the West Bengal Higher Education department has decided to launch free WiFi service in all government colleges in the State.

In the first phase, the service would be launched in 60 government colleges, the Education Minister, Partha Chatterjee said.

The government has already allotted funds worth Rs 25 crore to the University of Calcutta for developing the required infrastructure. After Sabuj Sathi cycles, Kanyashree scholarship, free shoes in primary schools, the free WiFi service in colleges is another feather in Bengal’s cap.

Admission procedure in colleges across the State are carried out online now.

 

সব কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রাজ্য

উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তিমুখী করার পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সরকারী কলেজে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যত সরকার।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রথমে ৬০টি কলেজে এই পরিষেবা দেওয়া হবে।

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে এই পরিকাঠামো তৈরির জন্য ২৫ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী স্কলারশিপ, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে জুতা প্রদানের পর কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা অর্থাৎ বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক।

সারা রাজ্যের সব কলেজে বর্তমানে অনলাইনে ভর্তির পরিষেবা চালু হয়ে গেছে।