October 30, 2017
Fisheries Dept to set up guest houses in Vellore, Delhi & the Sunderbans

The Bengal Fisheries Department has set up plans to open guest houses in Vellore (in Tamil Nadu), Delhi and the Sunderbans.
The guest houses would have affordable pricing, both for rooms and food. For food, good quality fish dishes would be available. Facilities would also be there to buy raw fish at these guest houses.
Similar guest houses managed by Benfish, the apex body of all the primary fishermen’s co-operative societies in the State, and which is a part of the department, are located across Bengal and in Puri, a popular tourist spot for people from Bengal, as well.
Another initiative of the Fisheries Department is doing well. The Benfish-run ‘Ekushe Annapurna’ mobile lunch vans are doing good business in Kolkata. They also did well during Durga Puja, when they were stationed near some of the popular pandals. These are already popular in the districts.
The latest initiative of establishing the guest houses in other states is an aim to let people experience the quality and affordability of food from Benfish.
Source: Aajkal
ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা তৈরী করবে মৎস্য দপ্তর
ভেলোর, দিল্লী ও সুন্দরবনে অতিথিশালা গড়বে রাজ্য মৎস্য দপ্তর। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির জন্য ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। শুরু হয়েছে অতিথিশালার জন্য প্রয়োজনীয় জমি খোঁজার উদ্যোগ। এ বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথমে অতিথিশালা তৈরীর কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।
কাকদ্বীপ থেকে কোচবিহার – রাজ্যের বেশ কিছু জায়গায় বেনফিশের তৈরি এই ধরনের অতিথিশালা আছে। রাজ্যের বাইরে পুরীতেও অতিথিশালা আছে এই সংস্থার। সাধারনের নাগালের মধ্যে এই অতিথিশালাগুলিতে ভিড়ের হারও মন্দ নয়।
অতিথিদের কথা মাথায় রেখে রাজ্যের বাইরে এই অতিথিশালাগুলিতে খাবারের বন্দোবস্তও রাখা হবে। যাতে সস্তায় খাবার পেতে পারেন তাঁরা। এই অতিথিশালাগুলিতে যাতে টাটকা মাছের সঙ্গে গরম ভাত পাওয়া যায়, সে ব্যাপারেও চিন্তাভাবনা চালানো হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে যাতে এখানে কাঁচা মাছ কেনার সুযোগ থাকে।
ইতিমধ্যেই কলকাতায় ‘একুশে অন্নপূর্ণা’ চালু করেছে বেনফিশ। একুশ টাকায় মাছ-ভাত খাওয়ার সুযোগ করে দিতে কলকাতায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে এই ‘একুশে অন্নপূর্ণা’র গাড়ি। পুজোর সময় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল ছাড়াও কিছু পুজো মণ্ডপের সামনেও এই গাড়ি থেকে মাছ-ভাত কিনে খেয়েছেন দর্শনার্থীরা।