May 30, 2016
Bengal will become best in the world: WB CM

The newly formed Government of West Bengal, headed by Trinamool Congress in its second consecutive term, has taken up the agenda of bettering administrative work from where it left off in January 2016.
Under the leadership of Chief Minister Mamata Banerjee, the first administrative meeting of the new Government was held today at Town Hall.
At a press conference after the meeting, the Chief Minister said, “During the last five years, our Government has done a lot of developmental work. Despite the load of debts, we have enabled the State to prosper on all fronts. The amount of spending on development-related activities has trebled during the last five years.”
“The Centre has stopped the flow of funds but we have kept up the work on all the previously Centre-funded projects by spending from our own treasury. Over the last five years, there has been 105 administrative meetings in all the districts. Infrastructure and assets have doubled during the last five years.”
About the Aadhar Card, she said that since everyone in the State has not received them, it should not be made mandatory for accessing Government services.
She also announced that she would conduct the first block-level administrative meeting of the new Government on June 14 in Jangalmahal.
Since 2011, Chief Minister Mamata Banerjee has chaired 105 administrative meetings, in all the 20 districts of the State, resulting in the much quicker implementation of developmental activities.
বাংলা হবে বিশ্বসেরাঃ মুখ্যমন্ত্রী
নতুন সরকার হিসেবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বার শপথ নেওয়ার পর আজই ছিল তৃণমূল কংগ্রেসের প্রথম প্রশাসনিক বৈঠক। টাউন হলে দপ্তরগুলির সঙ্গে শেষ পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী করেন গত জানুয়ারি মাসে।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাউন হলে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সব দপ্তরের মন্ত্রী, সচিব ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপাররাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজ বিভিন্ন দপ্তরের পূর্বে করা বিভিন্ন কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের সরকার গত ৫ বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত পাঁচ বছরে রাজ্যের পরিকল্পিত ব্যয় তিন গুণ বৃদ্ধি হয়েছে, এটি নজিরবিহীন”।
“কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু রাজ্য সরকার নিজেদের টাকায় সেইসব প্রকল্পের কাজ চালু রেখেছে। গত ৫ বছরে জেলায় জেলায় মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক হয়েছে। পরিকাঠামো ও অ্যাসেট গত পাঁচ বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে” , বলেন মুখ্যমন্ত্রী।
আধার কার্ড প্রসঙ্গে তিনি বলেন যেহেতু সকলে এখনো এই কার্ড পায়নি তাই আধার কার্ড সকলের জন্য বাধ্যতামূলক করা উচিত নয়।
তিনি জানান আগামী ১৪ ই জুন জঙ্গলমহলে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ব্লকস্তরে এটি প্রথম প্রশাসনিক বৈঠক।
গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মোট ১০৫ টি প্রশাসনিক বৈঠক করে সেখানকার উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা করেছেন।