Latest News

October 28, 2017

FIFA praises Bengal Govt for superb infrastructure for U-17 World Cup

FIFA praises Bengal Govt for superb infrastructure for U-17 World Cup

The Vivekananda Yuva Bharati Krirangan is at par with any world-class venue in the world, according to Javier Ceppi, the U-17 World Cup Local Organising Committee (LOC) tournament director.

The Tournament director gave Kolkata’s marquee stadium a 10 out of 10 rating and thanked the government of West Bengal for refurbishing it in two and a half years. The renovation work was taken up on February 1, 2015. Bengal CM Mamata Banerjee formally inaugurated the refurbished stadium on September 12.

The Bengal Government made every effort to promote the state on the back of the FIFA Under-17 World Cup. The government laid stress on both online and offline methods to promote the state. The Tourism Department created a special tour package for foreign tourists.

Adequate arrangements were made for seamless commuting to and from the stadium. The Transport department made adequate arrangements, in association with the police, to ensure smooth traffic. The Bidhannagar Police Commissionerate came up with an app for parking facilities around the stadium.

Adequate healthcare facilities were also in place with a brand new a three-bedded critical care unit (CCU) at Vivekananda Yuba Bharati Krirangan (VYBK). Arrangements for beds were made at nearby hospitals. Eight medical kiosks had been created at eight places in the stadium run for spectators, by the State Government, manned by doctors and nurses.

When the semi-final match was suddenly shifted from Guwahati to Kolkata, the Bengal Government handled the sudden change of fixture in the most professional manner. The match, which saw a full house, was organised without any glitches.

The FIFA Tournament director said, the Government of West Bengal took the U-17 World Cup as a very important project and the results are there to show, where the facility is a very good level. “This was a complete project undertaken by Government of West Bengal. They took the ownership of the renovations, which was done by their PWD Department, and spearheading the whole process was Department of Sports. Of course, the Hon Chief Minister was very involved and interested in the renovation”, he said.

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজনের জন্য ফিফার প্রশংসা পেল রাজ্য সরকার

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বিশ্বের যেকোনো আন্তর্জাতিক ফুটবল মাঠের সমতুল্য। একথা জানিয়েছেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের লোকাল অরগানাইসিং কমিটির টুর্নামেন্ট ডিরেক্টর জাভের কেপি।

মাত্র আড়াই বছরে এই মাঠকে বিশ্বমানের করে তোলার জন্য তিনি রাজ্য সরকারের প্রশংসা করেন। যুবভারতীর সংস্কার শুরু হয় ২০১৫ সালের ১লা ফেব্রুয়ারী। রাজ্য সরকারের এতে খরচ পড়েছে ১০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী উত্তর কন্যা থেকে যুবভারতীর উদ্বোধন করেন এবছর ১২ই সেপ্টেম্বর।

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে কেন্দ্র করে রাজ্যকে বিশ্বের সামনে তুলে ধরার সবরকম ব্যাবস্থা করেছিল রাজ্য সরকার। কলকাতা ও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইন প্রচারে চলেছে মাসজুড়ে। পর্যটন দপ্তর বিদেশী পর্যটকদের অনেক ট্যুর প্যাকেজের ব্যবস্থা করেছিল। পার্কিংয়ের জন্য অ্যাপ তৈরী করেছিল বিধাননগর পুলিশ। দর্শকদের মাঠ থেকে ফেরার কথা মাথায় রেখে চালু করা হয়েছিল ৬০০ টি স্পেস্যাল এসি বাস।

যুবভারতীতে বিশ্বকাপের আগেই খোলা হয়েছিল ৩ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিট। এছাড়া আশেপাশের অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে বন্দোবস্ত করা হয়েছিল অনেক শয্যার। যুবভারতীর ৮টি জায়গায় খোলা হয়েছে ৮টি মেডিক্যাল কিওস্ক। রাখা হয়েছে নটি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স।

এর মধ্যে রাজ্যবাসীর উপরি পাওনা ছিল ২৫ অক্টোবরের ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ, যা আসামের পরিবর্তে কলকাতায় হয়। হঠাৎ করে গৌহাটি থেকে কলকাতায় স্থানান্তরিত হয় ম্যাচটি, কিন্তু অল্প সময়ের মধ্যেও রাজ্য সরকার নিখুঁত ভাবে সব আয়োজন করে। সেদিন মাঠ ছিল কানায় কানায় ভর্তি।