March 2, 2018
E-applications have caused doubling of plot allocation for MSMEs in Bengal

The rate of allotting plots to set up individual units of micro, small and medium enterprises (MSME) at industrial parks has doubled with the introduction of the online platform to apply for plots.
In the past three months, the West Bengal Small Industries Development Corporation (WBSIDC) has allotted 30 plots at its industrial parks and estates to set up MSME units, and the number is expected to reach 120 in a year, which is exactly double that of the last year’s. The thirty plots which have been allotted are mostly in Bolpur, Ambari Falakata and Behrampore.
The state government made the process of allotting plots online from October 31, and since then entrepreneurs have not had to run to any government office to apply for the same. Instead they get a call within three weeks of applying with all valid documents from the corporation and the land gets allotted if the project is found to be viable after a discussion with the top brass of WBSIDC.
With the introduction of the online platform, the process of allotting is taking place in a timely and more transparent manner.
The major step of introducing the online platform under the State Government’s project of ‘ease of doing business’ was to show how entrepreneurs have started taking interest in choosing plots at industrial parks, even in those that are not situated close to the city. According to the official quoted above, the response is equally good in north Bengal.
অনলাইন পদ্ধতি চালু হওয়ার পর ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য জমি বণ্টন দ্বিগুন
ক্ষুদ্র-মাঝারি শিল্প কেন্দ্র তৈরীর জন্য রাজ্যের বিভিন্ন শিল্প পার্কে জমি বণ্টনের দ্বিগুন হয়েছে। আর এটি সম্ভব হয়েছে অনলাইন পদ্ধতিতে জমির জন্য আবেদন চালু হওয়ার পর।
গত তিন মাসে, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম ৩০টি জমি বণ্টন করেছে; আশা করা যায় আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা ১২০তে পৌঁছবে, যা আগের বছরের তুলনায় দ্বিগুন। যে জমিগুলি বণ্টন করা হয়েছে, সেগুলি বেশীর ভাগই বোলপুর, আমবাড়ি-ফালাকাটা এবং বহরমপুরে।
অনলাইনে জমির আদেবন করার পরিষেবা শুরু হয় ৩১শে অক্টোবর, ২০১৭ থেকে। এর ফলে জমির আবেদন করতে কোনও ব্যবসায়ীকে সরকারি দপ্তরে যাতায়াত করতে হয় না। বরং আবেদন করার পর তারা তিন সপ্তাহের মধ্যে দপ্তর থেকেই তাদের সমস্ত বৈধ নথি নিয়ে দেখা করতে বলা হয়। ব্যবসাটি লাভজনক কিনা সেটি বিচার করে জমি হস্তান্তর করা হয়।
অনলাইন আবেদনের ফলে জমি বন্টন পদ্ধতি অনেক স্বচ্ছ ও দ্রুত হয়েছে। এই অনলাইন পদ্ধতি শুরু হওয়ার ফলে ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা শিল্প গড়ার সুবিধের মাপকাঠিতে অনেকটাই এগিয়ে গেছে বাংলা।