April 18, 2018
Developmental activities taken up in Hooghly

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Hooghly.
Tabulated below are the important developments:
Health and Family Welfare
Medical college: To be set up in Arambagh
Multi/Super-speciality hospitals: 1 set up in Arambagh; another being set up in Sreerampur
Fair-price medicine shops: 6 set up – at Jangipara Rural Hospital, Uttarpara State General Hospital, Hooghly Sadar Hospital, and Chandannagar, Arambagh and Sreerampur Subdivisional Hospitals; buying from these fair-price shops has resulted in more than 18.67 lakh people getting discounts of more than Rs 34.67 lakh
Fair-price diagnostic centres: 3 set up at Hooghly Sadar and Arambagh Subdivisional Hospitals
SNSU: 18 sick newborn stabilisation units set up in Uttarpara, Haripal, Chanditala, Pandua, Tarakeswar, Jangipara, Khanakul, Singur, Dhanekhali, Kamarpukur, Kanaipur, Mogra, Balagarh, Chandannagar, Sreerampur, Polba-Dadpur, Akuni-Ichhapasar and Natibpur
SNCU: 3 sick newborn care units set up at Hooghly Sadar and Arambagh and Chandannagar Subdivisional Hospitals
CCU/HDU: 2 critical care units and high-dependency units set up at Hooghly Sadar and Arambagh Subdivisional Hospitals
Swasthya Sathi: About 2.37 lakh people enrolled
Sishu Sathi: More than 1,200 children successfully operated on
Education
University: Green University to be set up in Tarakeswar
College: Government college set up in Singur; new building of Hooghly Institute of Technology; library built at Netaji College, Arambagh
ITI: 3 industrial training institutes set up in Purshura, Pandua and Jangipara
Polytechnic colleges: 1 set up in Arambagh
Hostel: 60-bedded women’s hostel of West Bengal Survey Institute, Bandel
Utkarsh Bangla: More than 43,000 youths being given skills training
Sabooj Sathi: More than 3.53 lakh school children given bicycles
Upgrading of schools: 135 Madhyamik schools upgraded to Higher Secondary
Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
Toilets: Separate toilets for boys and girls built in all schools
Land Reforms, Agriculture and Animal Resources Development
Nijo Griha Nijo Bhumi: About 7,000 landless families handed over patta, and about 1,000 agricultural and forest land patta handed over
Singur: Land forcible taken for industry made suitable for agriculture again and returned to the people; September 14 celebrated as Singur Dibas
Kisan Credit Cards: Almost 100% of eligible farmer families given KCCs
Kisan Mandi: 11 set up in Singur, Dhanekhali, Arambagh, Balagarh, Jangipara, Purshura, Chinsurah-Mogra, Chanpadanga, Adisaptagram, Polba and Sheoraphuli blocks
Hatchlings distributed: More than 16.75 lakh chicken and duck hatchlings distributed for rearing
Panchayats and Rural Development
MGNREGS (100 Days’ Work Scheme): 12.54 crore person-days created at an expenditure of more than Rs 2,835 crore
Rural housing: 1.33 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 15,170 people would be distributed houses under various schemes
Rural roads: About 645 km roads built under Grameen Sadak Yojana; another 630 km being built/renovated
Samabyathi: 12,770 people benefitted from this scheme
ODF: Hooghly has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 2.64 lakh toilets built, which is 100% of the target
Minorities’ Development
Scholarships: About 5.68 lakh students from minority communities given scholarships worth about Rs 150 crore
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 32 crore
IMDP: About Rs 40 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) – more than 760 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses, etc.
Karmatirtha: 7 Karmatirthas built to increase employment of local people – in Arambagh, Dhanekhali, Balagarh, Bansberia, Chanditala-2, Purshura and Polba-Dadpur blocks
Development authority: Furfura Sharif Development Authority created in 2015 by amalgamating Furfura, Jangipara and Radhanagar Gram Panchayats in Jangipara block, and Shiakhala Gram Panchayat in Chanditala-1 block
Backward Classes Welfare Department
Shikshashree: More than 3.82 lakh students have received scholarships under the scheme
SC/ST/OBC certificates: More than 2.89 lakh people handed over SC/ST/OBC certificates
Women and Child Development and Social Welfare
Kanyashree: More than 1.28 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme
ICDS project: To prevent malnutrition, special measures have been taken by Tarakeswar ICDS (Integrated Child Development Scheme) project
Food security
Khadya Sathi: As part of the scheme, almost 95% of the eligible population of Howrah (more than 52.6 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)
Industry
Light hub: Being established in Chandannagar
MSME: 18 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are 7 handloom clusters (2 in Jangipara block, 3 in Balagarh block, 1 each in Chanditala-2 and Khanakul blocks), plastics cluster in Guptipara and brass utensils cluster in Goghat); bank loans worth more than Rs 5,960 crore given
PWD and Transport
Projects completed: PWD Department has completed more than 150 projects like roads, bridges, etc. by investing about Rs 1740 crore
Bridge: Pundahit Bridge built over Dwarakeswar river at a cost of Rs 30 crore connecting Pundahit in Hooghly and Uchalan in Purba Bardhaman, which has been able to connect far-flung areas of Purba and Paschim Mrdinipur, Bankura, Purba Bardhaman and Hooghly districts; bridge built over Mundeswari river at Digruihat on the Purshura-Radhanagar road; road overbridge in Dankuni
Roads: About 1,060 km of roads built/re-built/widened including Kotulpur-Arambagh road, Arambagh-Gourhati Port road, Dwarbasini-Sanihati road, Polba-Keshowara road, Bandhpur-Ichhapasara road, Jonai-Baksa-Krishnarampur road, Baidyabati-Tarakeswar-Chapadanga road and others
Baitarani: As part of Baitarani Scheme, 11 burning ghats being renovated and 1 electric furnace being constructed
Gatidhara: Through Gatidhara Scheme, about 230 youths managed to buy vehicles for commercial use
Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number
Power – Non-renewable and Renewable Energy
Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved
Power stations: Unit no. 5 of Bandel Thermal Power Station renovated and modernised – for the first time in India, a unit of a thermal power station renovated while keeping it working; 33/11 kV power substation set up at Mother Dairy Complex (which comes under Dankuni Municipality)
Irrigation
Dam repair: About 80 km of dams strengthened
Concrete bridges: 2 concrete bridges built over Kunti river – in Dhuma in Polba-Dadpur block and in Dakshin Gopalpur mouza in Balagarh block
Public Health Engineering
Projects completed: Public Health Engineering Department has completed 60 projects at a cost of Rs 200 crore.
Forest and Tourism
Sabujshree: Saplings given to more than 61,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
Tourism: Sabujdweep Eco-tourism Project coming up in Balagarh; dining area built for pilgrims to Kamarpukur Ramakrishna Math; first phase of repair of Hansheswari Temple and dargah of Gazi Zafar Khan complete; beautification of the strand in Chandannagar; tourist spots being created at Raja Ram Mohan Roy’s ancestral house and at Bagdanga-Chinamore in Singur; 6 cottages and dining hall for tourists surrounding lake belonging to Fisheries Department in Atpur
Labour
Samajik Suraksha Yojana: 5.53 lakh workers from the unorganised sector documented – of these, about 53,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 25 crore
Yuvashree: About 10,000 youths given allowances under this scheme
Self-Help Group and Self-Employment
Anandadhara: About 19,000 self-help groups set up
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 10,000 ventures approved, for which a total grant of about Rs 90 crore given
Urban Development and Town and Country Planning
Development boards: Tarakeswar Development Board and Furfura Sharif Development Board set up
Municipality development: 13 municipalities in Howrah district spent more than Rs 360 crore for developmental schemes
Urban housing for the poor: 11,000 people benefitted
Information and Culture
Lokprasar Prakalpa: More than 11,000 folk artistes getting retainer fee and pension
Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Chandannagar and Arambagh being renovated
Housing
For the economically disadvantaged: About 16,000 people benefitted as part of Gitanjali and other schemes
Pathasathi: 4 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Chinsurah, Kamarpukur, Chinsurah-Mogra and Tarakeswar
Youth Affairs and Sports
Funds for clubs: More than 1,040 cubs given more than Rs 37 crore for promoting sports
Sporting infrastructure: About 160 multi-gyms and 15 mini indoor stadiums set up at a cost of about Rs 6.5 crore
Repair work: Eastern Ground in Chinsurah renovated; swimming pool built at Udayani Bayam Samiti
Law and order
Police commissionerate: Chandannagar Police Commissionerate set up
Police stations: Arambagh, Chinsurah and Sreerampur women police stations set up
হুগলী জেলার উন্নয়ন – এক নজরে
রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে হুগলী জেলায়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ
- আরামবাগে গড়ে তোলা হবে নতুন মেডিকেল কলেজ।
- আরামবাগে গড়ে উঠেছে ১টি নতুন মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। শ্রীরামপুরে গড়ে তোলা হচ্ছে আরও একটি মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।
- জাঙ্গিপাড়া, উত্তরপাড়া স্টেট জেনারেল, হুগলী সদর, চন্দননগর, আরামবাগ ও শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ৬টি ন্যায্য মূল্যের ঔশধের দোকান চালু হয়েছে। জেলার এই সকল ন্যায্য মূল্যে ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ১৮ লক্ষ ৬৭ হাজারেরও বেশি মানুষ, ৩৪ কোটি ৬৭ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
- হুগলী সদর ও আরামবাগ হাসপাতালে ৩টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
- এই জেলায় ১৮টি SNSU চালু হয়ে গেছে (উত্তরপাড়া, হরিপাল, চন্ডীতোলা, পান্ডুয়া, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, খানাকুল, সিঙ্গুর, ধনেখালী, কামারপুকুর, কানাইপুর, মগরা, বলাগড়, চন্দননগর, শ্রীরামপুর, পোলবা-দাদপুর, আকুনি-ইছাপাসার ও নতীবপুর)।
- হুগলী সদর, চন্দননগর মহকুমা ও আরামবাগ হাসপাতালে ৩টি SNCU চালু হয়ে গেছে।
- হুগলী সদর, চন্দননগর মহকুমা হাসপাতালে গড়ে তোলা হয়েছে ২টি CCU/HDU চালু হয়ে গেছে।
- ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ২ লক্ষ ৩৭ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
- ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ১২০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে
শিক্ষাঃ
- তারকেশ্বরে গড়ে তোলা হবে নতুন গ্রিন ইউনিভার্সিটি।
- সিঙ্গুরে ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।
- পুরশুরা, পান্ডুয়া ও জাঙ্গিপাড়ায় ৩টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
- আরামবাগে ১টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
- হুগলী কারিগরি প্রতিষ্ঠান শিক্ষায়তনের নতুন ভবন গড়ে তোলা হয়েছে।
- ব্যান্ডেলে পশ্চিমবঙ্গ সার্ভে কলেজের ৬০-শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস গড়ে তোলা হয়েছে।
- আরামবাগে নেতাজী মহাবিদ্যালয়ের নতুন লাইব্রেরী বিল্ডিং গড়ে তোলা হয়েছে।
- ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ৪৩ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- এই জেলায়, ৩ লক্ষ ৫৩ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
- গত সাড়ে ছয় বছরে প্রায় ১৩৫টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
- সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
- প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ
- জেলার ৭ হাজারেরও বেশী যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১ হাজারটি বেশী কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
- সিঙ্গুরে বলপূর্বক অধিগৃহীত কৃষি জমিকে চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়েছে। প্রতি বছর ১৪ই সেপ্টেম্বর ‘সিঙ্গুর দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
- এই জেলায় প্রায় ১০০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
- এই জেলার সিঙ্গুর, ধনেখালী, আরামবাগ, বলাগড়, জাঙ্গিপাড়া, পুরশুড়া, চিনসুরা-মগরা, চাঁপাডাঙ্গা, আদিসপ্তগ্রাম, পোল্বা ও শেওড়াফুলিতে ১১টি ‘কিষাণ মাণ্ডি’গড়ে তোলা হয়েছে।
- জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১৬ লক্ষ ৭৫ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ
- এই জেলায় ১০০ দিনের কাজে, ২৮৩৫ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ১২ কোটি ৫৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
- জেলার প্রায় ১ লক্ষ ৩৩ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
- এই জেলার আরও প্রায় ১৫ হাজার ১৭০ জন উপভোক্তাকে বভারি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
- জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৬৪৫ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
- এই জেলায় আরও প্রায় ৬৩০ কিঃমিঃ রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
- ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১২ হাজার ৭৭০ জন উপকৃত হয়েছে।
- হুগলী ‘নির্মল জেলা’। জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ২ লক্ষ ৬৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।
সংখ্যালঘু উন্নয়নঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৫ লক্ষ ৬৮ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ১৫০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
- এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
- IMDP-তে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
- এই প্রকল্পে জেলায় ৭৬০টিরও বেশি হেল্থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
- এই জেলায় ৭ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।
- ২০১৫ সালে, জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রাম পঞ্চায়েত, জাঙ্গিপাড়া, রাধানগর এবং চন্ডীতলা-১ ব্লকের শিয়াখালা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠন করা হয়েছে ‘ফুরফুরা শরীফ উন্নয়ন কর্তৃপক্ষ’। ফুরফুরা শরীফ ও জাঙ্গীপাড়া ব্লকে ফুরফুরা সংলগ্ন এলাকার উন্ন্যনে করা হয়েছে একাধিক পদক্ষেপ। এর মধ্যে অন্যতম হলঃ
১)ফুরফুরা শরীফের তিন দিকে ৩টি অভ্যর্থনা তোরণ
২)ফুরফুরা শরীফের বিভিন্ন জায়গায় উচ্চ বাতিস্তম্ভ, ত্রিফলা বাতিস্তম্ভ, একাধিক মাদ্রাসা, মুসাফিরখানা, অজুখানা, বাস স্ট্যান্ড, শৌচালয়
৩)ফুরফুরা ফতেহা সিনিয়র মাদ্রাসার ৫-তোলা বিশিষ্ট নতুন ভবন
৪)ফুরফুরা মাঠ থেকে দরবার শরীফ পর্যন্ত, ময়রার মোড় থেকে ফুরফুরা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত ও সিংটি থেকেবিনোগ্রাম দামোদর বাঁক পর্যন্ত রাস্তা
৫)ঘাট-ইছানগরী, বোরা-শিয়াখানা-জাঙ্গিপাড়া ও জগজীবনপুর-আঁটপুর-জাঙ্গিপাড়া রাস্তার সংস্কার প্রভৃতি।
অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৩ লক্ষ ৮২ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
- জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২ লক্ষ ৮৯ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ
- এই জেলায়, ১ লক্ষ ২৮ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।
- অপুষ্টি রুখতে তারকেশ্বরে আইসিডিএস প্রোজেক্টে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য প্রকল্পগুলিতে তা রূপায়ন করা হচ্ছে।
খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ
- এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৫২ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ৯৫%।
শিল্পঃ
- চন্দননগরে ‘লাইট হাব’ গড়ে তোলা হচ্ছে।
- জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৮টি ক্লাস্টার গড়ে উঠেছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• জাঙ্গিপাড়া (২টি), চন্ডীতলা-২, বলাগড় (৩টি) ও খানাকুলে ৭টি হ্যান্ডলুম ক্লাস্টার
• গুপ্তিপাড়ায় প্লাস্টিক সামগ্রীর ক্লাস্টার
• গোঘাটে পিতলের বাসন তৈরীর ক্লাস্টার প্রভৃতি। - ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৫৯৬০কোটি টাকারও বেশী ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।
পূর্ত ও পরিবহনঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ২০০টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৫০ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ১৭৪০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
- গোঘাট-২ ব্লকে দ্বারকেশর নদীর উপর নির্মিত হয়েছে পুন্ডহিত সেতু। প্রায় ৩০কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি হুগলী জেলার পুন্ডহিত এবং বর্ধমান জেলার উচালনের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও হুগলী জেলার বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। এই সেতু বরাবর বর্ধমানের দুরত্ব ২৫কিঃমিঃ কমে গেছে।
- পুরশুড়া-রাধানগর রাস্তার দিগ্রুইঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে।
- ডানকুনি ROB-এর কাজ সম্পন্ন হয়েছে।
- জেলা সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১০৬০ কিমি রাস্তা নির্মাণ/পুনর্নির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• কোতলপুর- আরামবাগ রাস্তা,
• আরামবাগ- গৌড়হাটি রাস্তা,
• দ্বারবাসিনি থেকে সানিহাটি রাস্তা
• পোলবা- কেশোয়ারা রাস্তা
• বাঁধপুর-ইছাপাসারা রাস্তা
• জনাই-বাকসা-কৃষ্ণরামপুর রাস্তা
• বৈদ্যবাটি-তারকেশ্বর-চাঁপাডাঙা প্রভৃতি - বৈতরণী প্রকল্পে, ১১টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
- এই জেলার প্রায় ২৩০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
- হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ
- সমগ্র জেলায় ‘সবার ঘরে আল’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
- ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নং ইউনিটের পুনর্নবীকরন ও আধুনিকীকরণ করা হয়েছে। ভারতে এই প্রথম, তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরনো প্ল্যান্ট ইউনিট বজায় রেখে, ইউনিটের পুনর্নবীকরন ও আধুনিকীকরণের কাজ করা হয়েছে।
- ডানকুনি পুরসভার মাদার ডেয়ারী কমপ্লেক্সে ১টি নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন তৈরী হয়েছে।
সেচঃ
- জেলায় প্রায় ৮০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
- পোলবা-দাদপুর ব্লকে কুন্তী নদীর উপর ধূমায় কংক্রীট ব্রীজ, বলাগড় ব্লকের দক্ষিণ গোপাল্পুর মৌজায় কুন্তী নদীর উপর কংক্রীট ব্রিজ নির্মাণ করা হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরীঃ
- বিগত সাড়ে ৬ বছরে, ৭৫ টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৬০ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
বন ও পর্যটনঃ
- ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৬১ হাজারেরও বেশী সদ্যজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
- বলাগড়ে সবুজদ্বীপ ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
- কামারপুকুর রামকৃষ্ণ মথে পুন্যার্থীদের জন্য ভোজনালয় গড়ে তোলা হয়েছে।
- হংসেশ্বরী মন্দির এবং গাজীজাফর খান দরগার সংস্কারের প্রথম দফার কাজ সম্পূর্ণ হয়েছে।
- আঁটপুড়ে মৎস্য বিভাগের একটি জলাশয়কে ঘিরে ছয়টি কটেজ, ডাইনিং হল এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে।
- চন্দননগর স্ত্র্যান্ডের সৌন্দর্জায়নের কাজ করা হয়েছে।
- হাটে নেওয়া হয়েছে রাজা রামমোহন রায়ের বাস্তুভিটা ও সিঙ্গুরের বাগডাঙ্গা-চিনামোড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ।
শ্রমঃ
- এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৫ লক্ষ ৫৩ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৫৩ হাজার উপভোক্তা, ২৫ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
- ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ১০ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ
- ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ১৯ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
- বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১০ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৯০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
পুর ও নগরোন্নয়নঃ
- সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নের জন্য গঠন করা হয়েছে ‘তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষও’ ও ‘ফুরফুরা শরীফ উন্নয়ন কর্তৃপক্ষ’।
- জেলায় ১৩টি মিউনিসিপ্যালিটি, ৩৬০কোটি টাকারও বেশী পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
- শহরাঞ্চলের গরীবদের জন্যে বাসস্থান প্রকল্পে, প্রায় ১১ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
তথ্য ও সংস্কৃতিঃ
- এই জেলায় ১১ হাজারেরও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
- চন্দননগর ও আরামবাগ রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।
আবাসনঃ
- জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৬ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
- ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মান্নুশের কর্মসংস্থানের জন্য চুঁচুড়া, কামারপুকুর, চুঁচুড়া-মগরা ও তারকেশ্বরে ৪টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।
ক্রীড়া ও যুব কল্যাণঃ
- ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ১০৪০টিরও বেশী ক্লাবকে ৩৭কোটি টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
- জেলায় প্রায় ১৬০টি মাল্টি জিম ১৫টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৬ কোটি ৫০লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
- চুঁচুড়া Eastern Ground-এর সংস্কার করা হয়েছে।
- উদয়নী ব্যায়াম সমিতিতে সুইমিং পুল নির্মাণ করা হয়েছে।
আইন শৃঙ্খলাঃ
- এই জেলায় গঠন করা হয়েছে চন্দননগর কমিশনারেট।
- স্থাপন করা হয়েছে নতুন আরামবাগ, চুঁচুড়া ও শ্রীরামপুর মহিলা থানা।