Latest News

October 27, 2017

Consumer Clubs in schools spreading awareness

Consumer Clubs in schools spreading awareness

Creating awareness about consumers’ rights is the most effective way to reduce cases of people getting cheated; to make people aware at an early age is the best possible way to go about it.

With this is mind, this year, the State Consumer Affairs Department has opened Consumer Clubs in schools across Bengal. These clubs comprise students and are headed by the headmaster or assistant headmaster of the school.

During the financial year 2017-18, the department is providing assistance to 840 schools across the state, up from 400 during the last fiscal. This fiscal, the amount of financial assistance to each Consumer Club has also been doubled.

These clubs in schools provide another advantage too. The students are encouraged to discuss their activities in their homes, and thus, their parents also become aware about these rights.

The Consumer Affairs Department, during the rule of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, has been very active in spreading awareness, running regular campaigns on television and radio as well as outdoors on various aspects of consumer rights. It ran campaigns on huge screens and posters at the popular Durga Puja pandals too.

 

রাজ্যের স্কুলগুলিতে সচেতনতা বাড়াচ্ছে ক্রেতা সুরক্ষা ক্লাব

গ্রাহক প্রতারণা আটকাতে সচেতনতা বৃদ্ধিই প্রধান অস্ত্র। আর একদম অল্প বয়সেই যদি সচেতন হওয়া যায় তাহলে তো কথাই নেই।

এই চিন্তাকে মাথায় রেখে এই বছর রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর রাজ্যজুড়ে স্কুলে স্কুলে ক্রেতা সুরক্ষা ক্লাব খুলছে। স্কুলের পড়ুয়াদের নিয়ে তৈরী এই ক্লাবগুলির নেতৃত্ব দেবেন ওই স্কুলের প্রধান শিক্ষক অথবা উপপ্রধান।

২০১৭-১৮ অর্থবর্ষে এই দপ্তর সারা রাজ্যে ৮৪০ টি স্কুলকে প্রশিক্ষণ দিচ্ছে; গত আর্থিক বছরে এই সংখ্যাটি ছিল ৪০০। রাজ্যের তরফে এবছর ক্লাবগুলিকে প্রদত্ত অর্থনৈতিক সহায়তাও দ্বিগুন করা হয়েছে।

এই ক্লাবগুলিতে কচিকাচারা যে সচেতনতা লাভ করবে তা বাড়িতে মা-বাবা এবং আত্মীয়দের সাথেও ভাগ করে নিতে পারবে তারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার গ্রাহক সচেতনতা বৃদ্ধির ব্যপারে প্রথম থেকেই খুব তৎপর। প্রতিনিয়ত সচেতনতা অভিযান চালানো হয় রাজ্যের তরফে। টিভি ও রেডিওতে প্রচার, রাস্তায় বড় বড় হোর্ডিং – সবই এই অভিযানের অঙ্গ। দুর্গাপুজো প্যান্ডেলগুলিতেও সচেতনতামূলক প্রচার করা হয়।

Source: Millennium Post