Latest News

February 14, 2018

CM urges reformed Maoists to help maintain peace in Jangalmahal

CM urges reformed Maoists to help maintain peace in Jangalmahal

Chief Minister Mamata Banerjee urged Maoists who have turned to mainstream life, to keep a close watch as BJP is trying to bring in some people from Jharkhand to once again create disturbances in Jangalmahal.

The CM had an interaction with around 350 youths, who were once Maoists, at Nabanna Sabhaghar on Tuesday. The Home Secretary, Director General of Police, ADG (Law and Order) and superintendents of five districts of Jangalmahal, were present in the meeting.

She told them that BJP is trying to once again create disturbance in Jangalmahal. “There is tension in Jharkhand, so they are also trying to create a chaotic situation here as well. In a bid to do so, they are also trying to bring in some people from Jharkhand. Their main intention is to create communal tension and disturbances among tribal groups that would lead to unrest,” she said.

উন্নয়নে প্রাক্তন মাওবাদীদের চান মুখ্যমন্ত্রী

বদলে যাওয়া সময়ে আগ্নেয়াস্ত্র ছেড়ে শান্তির পথে আসা প্রাক্তন মাওবাদীদের নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আজ তারা সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন।

নবান্নে তাদের ডেকে আন্তরিকভাবে তাদের কথা শুনলেন বুঝলেন এবং জানালেন, ‘ভয় পাবেন না, সরকার আপনাদের পাশেই আছে। উন্নয়নের পথে আপনাদের সঙ্গে চাই। অন্যের কথা শুনবেন না। যারা পুলিশের দায়িত্বে আছেন তাদের কথা শুনুন। যোগাযোগ রাখবেন, পুলিশ সব রকম ভাবে সাহায্য করবে’।

প্রাক্তন মাওবাদীদের নিয়ে হওয়া এদিনের বৈঠকে হাজির ছিলেন পুরুলিয়ার ৭২, বাঁকুড়ার ৮০, ঝাড়গ্রামের ১৬৩ এবং পশ্চিম মেদিনীপুরের ৩৭ জন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ঝাড়খণ্ডের মাওবাদীরা অনেক সক্রিয়। ওদের রুখতে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। বিজেপি বাইরে থেকে লোক এনে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। প্ররোচনায় পা দেবেন না’।