Latest News

January 5, 2018

CM reiterates concern over Aadhaar and privacy

CM reiterates concern over Aadhaar and privacy

Bengal Chief Minister Mamata Banerjee has again iterated her grave apprehensions over infringement of citizens’ privacy by the leakage of information through the unique identification system, better known as Aadhaar. In a Facebook post this evening, she has said: “From the very beginning, I have been voicing my serious concern over violation of privacy due to AADHAAR and urging to ensure a foolproof mechanism to ensure security of data.”

Referring to very recent reports in the media that personal data of persons enrolled in the system could be bought for as less as Rs 500, she said, “A section of the Press has reported that AADHAAR cards are now easily available from fictitious agencies upon payment of small amounts. If this is true, then this is a huge infringement of individual privacy and data security.”

In fact, several national channels have taken up the issue and portrayed the dangers that the system could have, even highlighting how the leaked data could be misused by a third party. One channel also conducted a “sting operation”, showing how a government employee was negotiating with a prospective buyer of data.

In such circumstances, the Chief Minister has urged the public to be careful and not link Aadhaar information with service providers until a totally secure system is developed.  “I would like to request all citizens of the country to be more alert and cautious to prevent data theft and violation of privacy,” she said in her post.

A case on this issue is pending in the country’s apex court, with hearings scheduled for later this month. The Central Government has also deferred mandatory linking of Aadhaar numbers with services twice because of this.

 

আধার তথ্য ফাঁস হওয়ার বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী

সামান্য কিছু টাকার বিনিময়ে কিছু অসাধু সংস্থার সহায়তায় এখন পুরো দেশের মানুষের সমস্ত ব্যাক্তিগত তথ্য যে কেউ পেয়ে যেতে পারে। এই তথ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই প্রতিবাদ করেছিলেন নিরাপত্তাহীন অবস্থায় ব্যাক্তিগত সমস্ত কিছুর সঙ্গে আধার সংযোগ করার।

তিনি তাঁর সাম্প্রতিকতম ফেসবুক পোস্টের মাধ্যমে সারা দেশবাসীকে বার্তা দিয়েছেন।

তাঁর ফেসবুক পোস্টটিঃ-

আমি প্রথম থেকেই প্রতিবাদ করেছি আধারের মাধ্যমে ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে। সঙ্গে আর্জি করছি এই তথ্যের ফুলপ্রুফ নিরাপত্তার ব্যবস্থা করতে। কিছু সংবাদ মাধ্যম রিপোর্ট দিয়েছে কিছু অসাধু সংস্থার মাধ্যমে এখন আধারের সমস্ত তথ্য জানা যাচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে। যদি সেটা সত্যি হয়, তাহলে এটা ব্যাক্তিগত গোপনীয়তা ও তথ্য নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট বিধিলঙ্ঘন। আমি দেশের সমস্ত নাগরিককে অনুরোধ করব ব্যাক্তিগত তথ্য চুরির বিরুদ্ধে ও ব্যাক্তিগত গোপনীয়তার পক্ষে আরও সচেতন হতে।