Latest News

October 16, 2017

Chief Minister pens poem in memory of slain police personnel

Chief Minister pens poem in memory of slain police personnel

Chief Minister Mamata Banerjee has penned a poem in memory of sub-inspector Amitava Malik of Bengal Police who was killed in a firefight with GJM cadres in Darjeeling district.

She had said at a press conference at the state secretariat, Nabanna, last Saturday that she knew Amitava, as she had met him Darjeeling. Mamata Banerjee paid tribute to the slain police personnel, saying that he was a very brave person. She also said the incident which resulted in his death was a very tragic incident, and that the entire state is bereaved.

Amitava’s father and wife would be offered jobs by the State Government.

শহীদ পুলিশের স্মৃতিতে কলম ধরলেন মুখ্যমন্ত্রী

চোখের জলে শহীদ এসআই অমিতাভ মালিককে শেষ বিদায় জানিয়েছে বাংলা। শোকাচ্ছন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার নবান্নে অমিতাভর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘অমিতাভকে চিনতাম। ওর সঙ্গে দার্জিলিংয়ে দেখা হয়েছিল। খুবই সাহসী ছেলে। অমিতাভ মালিকের পরিবারের পাশে রয়েছি।’

অমিতাভকে নিয়ে কবিতাও লিখেছেন মমতা। তিনি লিখেছেন, ‘কাল তাঁর দেহে ছিল প্রাণ, আজ যে সে এক মর্মান্তিক কফিন।’

অমিতাভর মৃত্যুকে ‘মর্মান্তিক ঘটনা’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, ‘আমরা ওঁর পরিবারের পাশে আছি।’ নিহত এসআই-এর মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রীর আশ্বাস, যে কোনও প্রয়োজনে ওঁর পরিবারের সবরকম সাহায্যের জন্য তৈরি রাজ্য।

গুরুঙ্গপন্থীদের গুলিতে নিহত সাব ইন্সপেক্টর অমিতাভ মালিককে গান স্যালুট দিয়ে এদিন শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁর মধ্যমগ্রামের বাড়ি সংলগ্ন ক্লাবের মাঠে। রাজ্য সরকারের তরফ থেকে তাঁর স্ত্রী ও বাবাকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয় ও আর্থিক ক্ষতিপূরণও।

পড়ুন মুখ্যমন্ত্রীর লেখা কবিতাটিঃ-

কালও তাঁর দেহে ছিল
অফুরন্ত প্রাণের স্পন্দন
আর আজ?
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে
নিভে গেল দিয়া
নিস্তব্ধ হল প্রাণ
পরিণত হল জীবন
এক মর্মান্তিক কফিনে।
শোক এলো সকালে
এক কাপ চায়ের সাথে।
ব্রেকফাস্টও খাওয়া হয়নি
কাজের দায়িত্বে।
সব ছেড়ে চলে গেল গভীরতায়।
কর্তব্য? পাথরের পাহাড়ে নিঃশেষিত।
সাক্ষী থাকল কাঞ্চনজঙ্ঘা
সব দেখল, সহ্য করল
এক সময় থেমে গেল।
কেন এত রক্ত?
কেন এত লোভ
কেন এ সন্ত্রাস? সন্ত্রাসি?
মায়ের আঁচল খালি হয়ে গেল।
নব যৌবন সাথী সব হারাল
কাঞ্চনজঙ্ঘা, তুমি কি কিছু হারালে?
হ্যাঁ! অবিশ্বাস্য মানবিকতা।