Latest News

May 31, 2016

Chief Minister Mamata Banerjee welcomes newly-elected MLAs

Chief Minister Mamata Banerjee welcomes newly-elected MLAs

Chief Minister Mamata Banerjee today welcomed the newly-elected MLAs to the Vidhan Sabha after the 2016 Assembly election.

She exhorted everyone to engage in constructive discussions in the Assembly. “We must leave behind a legacy. Let us work for making Bengal the best in the world,” she said.

She also said that her Government stands for administrative, electoral and economic reforms, and further, that it wants State-funded elections.

The Chief Minister ended her welcome speech thus: “I want to thank the Ma-Mati-Manush of Bengal.”

 

নবনির্বাচিত বিধায়কদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানান তিনি। তিনি বলেন বিধানসভা গঠনমূলক আলোচনার কেন্দ্র, তাই এখানে এই ধরনের আলোচনা হওয়া দরকার।

তিনি বলেন, “বাংলাকে আমরা বিশ্বসেরা গড়ে তুলব যা আগামী দিনে মানুষকে পথ দেখাবে। আমরা নজির সৃষ্টি করব”।

তিনি আরও বলেন,  “প্রশাসনিক, আর্থিক ও নির্বাচনী সংস্কার চাই, আমরা স্টেট ফাণ্ডেড নির্বাচন চাই। আমরা শান্তি, প্রগতি ও সম্প্রীতিতে বিশ্বাস করি”।

“বিভিন্নরকম বিরূপ প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে মানুষ আমাদের পাশে থেকেছে, আমাদের সমর্থন করেছে, তাই আমাই বাংলার সকল মা-মাটি মানুষকে ধন্যবাদ জানাই” এই বলে তিনি তার বক্তব্য  শেষ করেন।