April 23, 2018
Books by Mamata Banerjee – Loved and liked by all

Bengal Chief Minister Mamata Banerjee dons many hats, apart from being the administrative head of the State. Didi, as we fondly call her, is a painter, who also pens her thoughts in her free time. She has been chronicling her political struggles since 1995, and has written 79 books so far.
Mamata Banerjee’s first book was ‘Upalabdhi’ which was published in 1995. This year, nine books written by her were released at the Kolkata International Book Fair.
Apart from writing about her political struggle, Mamata Banerjee has also written poems, limericks, inspirational quotes, and articles. She has also penned books for children. Her books have been translated to Urdu and English also. This year, a book written in Ol-Chiki script was published by the Paschim Banga Santhali Academy at the 42nd Kolkata International Book Fair.
Mamata Banerjee’s books are very popular at the Kolkata International Book Fair. “I am an ordinary person… but I love to pen down my thoughts. I hope the books will be liked by everyone, including the young generation,” Didi had said during the inauguration of 42nd Kolkata International Book Fair.
জনপ্রিয়তার শিখরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই
রাজ্যের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন লেখিকা হিসেবেও খুব জনপ্রিয়। একদিকে যেমন উনি ছবি আঁকেন, ঠিক তেমনই ওনার লেখা গল্প কিংবা কবিতার বই প্রত্যেক বছরই বইমেলায় ‘বেস্টসেলার’ হয়।
তিনি ১৯৯৫ সাল থেকে তার রাজনৈতিক সংগ্রাম লিপিবদ্ধ করে চলেছেন। ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত উনি ৭৯ টি বই লিখেছেন। ওনার লেখা প্রথম বই ‘উপলব্ধি’ ১৯৯৫ সালে প্রকাশিত হয়। এবছর বইমেলায় ওনার ৯টি বই বেরিয়েছে।
তার রাজনৈতিক সংগ্রামের কথা লেখার পাশাপাশি মমতা ব্যানার্জি কবিতা, ছড়া এবং নিবন্ধ রচনা করেছেন। তিনি শিশুদের জন্যও বই লিখেছেন। তার বই উর্দু এবং ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এই বছর বইমেলায় অল চিকি লিপিতে লেখা ওনার একটি বই প্রকাশ করে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মমতা ব্যানার্জি এর বইগুলি খুবই জনপ্রিয় হয়। ওনার কথায়, “আমি একজন সাধারণ মানুষ … কিন্তু আমি চিন্তাধারাগুলি বইয়ের আকারে লিপিবদ্ধ করতে ভালোবাসি। আমি আশা করব সবার, বিশেষ করে তরুণ প্রজন্ম, আমার বই ভালো লাগবে।”