Latest News

January 21, 2018

Blood component separation units for Siliguri & Hills hospitals

Blood component separation units for Siliguri & Hills hospitals

To reduce their dependence on other blood banks, the Bengal Government approved blood component separation units in the blood banks at Siliguri District Hospital (SDH) and the Darjeeling and Kalimpong hospitals.

A component separator machine ensures maximum utilisation of blood as patients often need only specific components.

These will be the first-of-their-kind in government hospitals in north Bengal. The only blood component separation unit in the region, the Regional Blood Transfusion Centre, exists at the North Bengal Medical College and Hospital.

Apart from the units, at SDH and the Darjeeling hospital, platelet agitators, which store platelet concentrates in continued motion at a controlled temperature, will also be installed.

Source: The Statesman

 

এবার শিলিগুড়ি ও পাহাড়ের হাসপাতালে রক্তের উপাদান পৃথকীকরণ কেন্দ্র

অন্যান্য ব্লাড ব্যাঙ্কের ওপর নির্ভরতা কমাতে, শিলিগুড়ি জেলা হাসপাতাল, দার্জিলিঙ ও কালিম্পং হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান পৃথকীকরণ কেন্দ্র খোলার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।

মানুষের অনেক সময় রক্তের কোনও নির্দিষ্ট একটি উপাদানের প্রয়োজন হয়। এই নতুন কেন্দ্র খোলার ফলে এই চাহিদা অনেকটাই মিটবে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ব্লাড ট্রান্সফিউসান সেন্টারে এই ধরণের কেন্দ্র আছে।

এছাড়া, শিলিগুড়ি জেলা হাসপাতাল ও দার্জিলিং হাসপাতালে প্লেটলেট এজিটেটর যন্ত্রও বসানো হবে।