Latest News

February 22, 2018

BJP talks of Achhe Din, but their actions are anti-people: Mamata Banerjee

BJP talks of Achhe Din, but their actions are anti-people: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Uttar Dinajpur district during a public programme. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were bridges, anganwadi centres, roads, hostels for women, godowns etc.

Foundation stones were laid for Karma Tirthas, renovation of roads, hostels for girl students, Safe Drive Save Life theme park etc.

Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Swasthya Sathi and Gitanjali, relief for farmers affected by natural disasters, Kisan Credit Cards, etc.

Several senior ministers and local leaders were present during the function.

 

Highlights of her speech:

  • We conduct administrative review meetings in every district. These meetings ensure the people are getting benefits and projects are running smoothly.
  • Several small scale industries are coming up in Uttar Dinajpur. A new university has been set up. A new medical college with 500 beds will come up in the district.
  • More than 45 lakh girls receive Kanyashree scholarships. Their stipend has been increased from Rs 750 to Rs 1,000. Under K-2, they receive an one-time grant of Rs 25,000. Now under K-3, university students will also receive stipends.
  • SC/ST students receive Siksha Shree scholarship from Class V.
  • Primary school students receive bags, uniforms, shoes, books, mid-day meal. Madhyamik test papers are given for free.
  • We distribute saplings to the parents of newborn babies under Sabuj Shree scheme. When they grow up the families will get financial benefit by selling these trees.
  • We provide soft loans for students to pursue higher education.
  • When they were in power, CPI(M) did nothing for ASHA workers. The Centre had stopped funds for this project two years ago. Despite our debt burden, we provide remuneration to the ASHA workers.
  • 90% of the funds for ICDS project were stopped by the Centre. We are running the project with our own funds. The workers have been brought under Swasthya Sathi scheme.
  • Civic volunteers, contractual workers, ICDS/ASHA workers, municipal workers and others have been brought under the Swasthya Sathi scheme.
  • Healthcare is free in government hospitals in Bengal. We have set up 300 SNSUs, 75 SNCUs for the treatment of children. Cardiac surgeries are performed for free for children. We provide Matri Jaan ambulances for pregnant women.
  • We have launched 22 Nischay Jaan ambulances for Uttar Dinajpur district today.
  • Bidi workers, construction workers, car drivers, auto rickshaw drivers have been brought under social security scheme.
  • 70,000 Sabuj Sathi cycles have been distributed for free.
  • We procure rice for Rs 24/kg and distribute it for Rs 2/kg under Khadya Sathi scheme.
  • Girls are our assets. After the success of Kanyashree, we are launching ‘Ruposhree’ scheme from April, 2018. We will provide Rs 25,000 to families with income less than 1.5 lakh to assist them in their daughter’s wedding.
  • We provide monthly stipend to 1.9 lakh folk artistes. They also perform at government functions.
  • The local MP of Raiganj is seen on TV giving bhashans. They were in power for 34 years. Did they give rice at Rs 2/kg? Did they give cycles? And then there is Congress – na ghar ka, na ghat ka.
  • The BJP talks of Achhe Din. But their actions are all anti-people. They are taking away people’s savings.
  • The Centre has reduced the interest rate on PF yesterday. Whenever there is a loot in the country, they reduce the rate to recover the money. People’s money in banks is not safe. They are bringing FRDI Bill; now banks will have a say on your savings.
  • Whenever elections approach, they start Hindu-Muslim divide.
  • Audits are not held properly. Few rich people are running away with crores of rupees, with government’s help. Shouldn’t the government be penalised for organised loot of people’s money?
  • Common people are harassed over cash memos and GST for buying something as small as nokuldana. Some people are commiting bank fraud, and no action is taken.
  • They are denying basics in the name of Aadhaar. People do not have social security or financial security.
  • Federal structure is being demolished. Burn Standard Company, which I acquired as Railway Minister, is being shut down. Alloy Steel Plant is also being divested. Workers will lose their jobs.
  • If my heart is Hindu, kidneys are Muslim, liver is Sikh and pancreas Christian. A human body is not completely functional without even a single organ.
  • Adivasis are being persecuted by BJP. They are trying to pit Adivasis against minorities. You must not respond to their provocations.
  • We are giving official recognition to Rajbongshi, Kamtapuri and Kurmali language. We have given recognition to Kuruk, Santhali, Nepali, Gurmukhi, Hindi, Urdu. We love all languages.
  • They cannot provide two square meals to people, but create divisions between sections of the people.
  • We have created 81 lakh jobs in six years. We are No. 1 in rural job creation.
  • We respect diversity. We believe in humanity.
  • The slogan ‘Jai Hind’ was given by Netaji. ‘Bande Mataram’ was written by Bankim. Rabindranath wrote our National Anthem. This is our legacy. We must know our history.
  • We were always with the people. We are with them. We will continue to work for them.

 

বিজেপির আচ্ছে দিন মানে মানুষের টাকা কেড়ে নিন: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, পাকা সেতু, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, মহিলা আবাসন, গুদাম ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, কর্মতীর্থ, রাস্তার মজবুতিকরণ, ছাত্রী হোস্টেল, সেফ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক থিম পার্ক ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

এখানে উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • আমি সব জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করি। এই সব অনুষ্ঠানগুলির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সরকারী পরিষেবা দিই।আর কোনও রাজ্যে কোথাও এসব হয় না। এই ৬ বছরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।
  • উত্তর দিনাজপুরে অনেক ক্ষুদ্র শিল্প হচ্ছে।এই জেলায় একটি নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। ৫০০ শয্যাবিশিষ্ট একটি নতুন মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে এই জেলায়।
  • ৪৫ লক্ষ কন্যাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। কন্যাশ্রী – ২ এর আওতায় তাদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। এখন চালু হয়েছে কন্যাশ্রী – ৩; এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও ভাতা দেওয়া হচ্ছে।
  • পঞ্চম শ্রেণী থেকে SC/ST ছাত্রছাত্রীরা ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ পায়।
  • প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ব্যাগ, পোশাক, জুতো, বই-খাতা, মিড ডে মিল দেওয়া হচ্ছে। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়।
  • ‘সবুজশ্রী’ প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।
  • ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আমাদের সরকার তাদের সফট লোন দিচ্ছে। তারা বিদেশে পড়তে গেলেও তাদের ঋণ দিচ্ছে সরকার।
  • ক্ষমতায় থাকাকালীন আশা কর্মীদের জন্য কোনও কাজ করেনি বামফ্রন্ট সরকার। ২ বছর আগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের ওপর এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমরা আশা কর্মীদের ২০০০ টাকা মাইনে দিই।
  • কেন্দ্র আইসিডিএস এর ৯০% টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকারের টাকায় এখন এই প্রকল্প চলছে। এই সব কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • সিভিক ভলেন্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী, আইসিডিএস/ আশা কর্মী, হোমগার্ড, পুরসভার কর্মী সহ অন্যান্যদের এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • বাংলায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। আমরা ৩০০ টি এসএনএসইউ, ৭৫ টি এসএনসিইউ তৈরী করেছি শিশুদের জন্য। বিনামূল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়। গর্ভবতী মহিলাদের জন্য মাতৃ যান অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেছে সরকার।
  • আজ উত্তর দিনাজপুর জেলায় আমরা ২২ টি ‘নিশ্চয় যান’ এর উদ্বোধন করলাম।
  • বিড়ি শ্রমিক, গাড়ি চালক, অটো-রিক্সা চালক দের জন্যও আমরা সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছি।
  • ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ৭০ হাজার সাইকেল দেওয়া হয়েছে।
  • খাদ্য সাথী প্রকল্পে আমরা ২৪ টাকায় চাল কিনে তা জনগণকে ২ টাকা কেজি দরে দিই। কিলোপ্রতি ২২ টাকা ভর্তুকি দিচ্ছি আমরা। মানুষকে দুটো ভাত খেতে দিচ্ছি।
  • মেয়েরা আমাদের গর্ব। কন্যাশ্রীর পর আরেকটা প্রকল্প তৈরী করা হয়েছে – রুপশ্রী। ১৮ বছর বয়েস হলে, যে সব পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম, যদি বলে মেয়ের বিয়ে দিতে পারছি না, সরকার আপনাদের মেয়েদের বিয়েতে ২৫০০০ টাকা করে দেবে।
  • লোকপ্রসার প্রকল্পে ১ লক্ষ ৯৫ হাজার শিল্পীকে ১০০০ টাকা করে দিই মাসে এবং বিভিন্ন সরকারি বিজ্ঞাপনে তাদের দিয়ে কাজ করানো হয়।
  • সিপিএম, কংগ্রেসের সরকার দেখেছি। বিজেপির সরকার দেখেছি, এত সামাজিক প্রকল্প কারও নেই। মানবিকতা আমাদের বড় ধর্ম।
  • রায়গঞ্জের সাংসদ টিভিতে ভাষণ দিয়ে বেড়ান, তাদের আমলে কোনদিন কোন প্রকল্প করেছেন? কংগ্রেস দল বাংলায় না ঘর কা না ঘাট কা।
  • বিজেপি আচ্ছে দিন, জনগণের টাকা কেড়ে নিন।
  • প্রভিডেন্ট ফান্ডের সুদ আরও ১% কমিয়ে দেওয়া হয়েছে। যখনই লুঠ হয়, তখনই এরা জনগণের টাকা নিয়ে ব্যালান্স করে। বয়স্ক মানুষও ব্যাঙ্কে টাকা রাখে, তাদের সুদ কমিয়ে দিয়েছে। এখন এফআরডিআই বিল আনছে, আপনি ব্যাঙ্কে টাকা রাখছেন, আপনি সেই টাকা ফেরত পাবেন কিনা জানেন না।
  • ভোট এলেই হিন্দু মুসলমান, রাম কাহিনী বলবে। নির্বাচন চলে গেলে, ব্যাঙ্কের টাকা লুঠ করবে।
  • সরকারি মদতে যদি কেউ ব্যাঙ্ক লুঠ করে নেয়, তাঁর জন্য কি করতে হয়, বলুন? ব্যাঙ্কের টাকা কেউ লুঠ করলে, তাকে কি পানিশমেন্ট দেওয়া হয়? অডিট হয় না, ক্যাগ রিপোর্ট নেই।
  • জিএসটি নিয়ে সাধারন মানুষকে হয়রান করা হচ্ছে। এরা নকুলদানার ক্যাশ মেমো চাইছে, কিন্তু, সরকার যদি ব্যাঙ্ককে বিক্রী করে দেয়, তার কত ক্যাশ মেমো হবে?
  • আধার কার্ড না থাকলে তুমি কিছুই পাবে না, আর আধার কার্ডের ডুপ্লিকেট তৈরী করে, সব টাকা তুলে নিল। আজ সাধারন মানুষের কোনও নিরাপত্তা নেই।
  • ফেডেরাল স্ট্রাকচারকে বুলডোজ করা হচ্ছে। দুর্গাপুরের বার্ন কোম্পানিও ডিসইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। অ্যালয় ষ্টীল কোম্পানি, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানিও বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমিকদের রুজি রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে।
  • আমার হার্ট হিন্দু, কিডনি মুসলমান, লিভার শিখ, প্যনাক্রিয়াস খৃষ্টান। কোনও একটি অঙ্গ না থাকলে, মানুষ বাঁচবে কি করে?
  • আদিবাসীদের কিছু বিজেপি নেতা কখনও ভুল বোঝায়। ওরা আদিবাসী ও দলিতদের ওপর সবচেয়ে বেশী অত্যাচার করে। আর আমাদের কাছে আদিবাসীরা সবচেয়ে বড় বন্ধু। ওদের ফাঁদে পা দেবেন না।
  • আমরা রাজবংশী, কামতাপুরি, কুরমালি ভাষাকে স্বীকৃতি দিচ্ছি। আমরা কুরুক, সাঁওতালি, নেপালি, গুরুমুখী, হিন্দি ও উর্দুকে স্বীকৃতি দিয়েছি। সমস্ত ভাষাকে আমরা ভালোবাসি।
  • ওরা দুমুঠো খেটে দিতে পারে না, কিন্তু, আপনাদের ঘরে আগুন লাগিয়ে দিতে চায়।
  • ছয় বছরে আমরা ৮১ লক্ষ ছেলেমেয়েকে চাকরি দিয়েছি। গ্রামীণ কর্মসংস্থানেও আমরা ভারতে নাম্বার ওয়ান।
  • জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন নেতাজী, বন্দে মাতরম জাতীয় গান লিখেছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশের ইতিহাস জানতে হবে।
  • আমাদের সরকার সব সময় মানুষের সঙ্গে ছিল, আছে ও আগামীদিনেও থাকবে।