Latest News

October 16, 2017

BJP conspiring to divide Bengal: Mamata Banerjee

BJP conspiring to divide Bengal: Mamata Banerjee

Bengal CM Mamata Banerjee today held an all-party meeting with Hill parties at Nabanna. Addressing the media after the meeting, she said it was constructive and positive. The next meeting will be held at Pintail Village (in Darjeeling district) on 21 November at 4 PM.

Excerpts of her statement:

We all want peace and normalcy to be restored in Darjeeling. We are working towards finding a permanent solution. Darjeeling is an inseparable part of Bengal.

The Centre unilaterally decided to withdraw central forces from Darjeeling, without even informing the State. We were not consulted. This is unfortunate and shocking.

There were 11 companies in Darjeeling earlier; after the order of honourable Calcutta High Court, they sent 4 more. Out of these, 7 companies are being withdrawn. This is a violation of court’s order. This decision is bad both politically as well as administratively. We must extend all cooperation to the people of the Hills.

BJP is stoking tension in Darjeeling. Does the Centre not want normalcy to be restored in the Hills? One leader of the BJP went to Darjeeling and then came this decision. I think this decision was taken based on BJP’s party report. This was a political decision of BJP, not an administrative decision of the Centre. This is political game plan, a conspiracy to divide Bengal.

Few neighbouring countries and states, some insurgent groups from the North Eastern States are aiding these people in inciting violence in Darjeeling. We have all the evidence. We lost one of our officers of the Bengal Police; the BJP did not offer any condolence.

I have written to the Prime Minister and the Home Minister on this issue. I hope justice will be done. The number of central forces deployed in Bengal is much lesser than other States:

Jammu & Kashmir: 402 companies
Chhatisgarh: 252 companies
Jharkhand: 144 companies
NE States: 120 (excluding Army)
Delhi: 50 companies
Odisha: 84 companies
Bihar: 48 companies
Bengal: 15 coils of which 7 are withdrawn

Why is Bengal being discriminated against? Just because we speak against the BJP? How many central forces were given to Haryana during the violence by Gurmeet Ram Rahim supporters? Is it not the duty of the Centre to provide forces when States seek them?

This is an insult to Bengal. This is an insult to the people of the Hills. They want justice. They want peace. They want unity. They want integrity.

 

 

বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ পাহাড়ের সব দলগুলি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আজকের বৈঠক ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। পরবর্তী বৈঠক ২১ নভেম্বর বিকেল ৪ টেয় দার্জিলিং জেলার পিনটেল ভিলেজে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

অশান্তি নয় আমরা দাজিলিং এর উন্নয়ন শান্তি চাই। এই সমাধান করার চেষ্টা করছি এবং আমরাই এর সমাধান করব । দার্জিলিং বাংলার অবিচ্ছেদ্য অংশ।

কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে, আমরা এই ঘটনায় হতবাক, এটা অপ্রত্যাশিত । রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা করেনি। আমরা এই ঘটনায় আমরা খুশি নই, এটা দুর্ভাগ্যজনক।

দার্জিলিঙে আগে ১১ টি বাহিনী ছিল; কোর্ট নির্দেশ দেওয়ার পর সব মিলিয়ে মোট ১৫ টি বাহিনী দিয়েছিল কেন্দ্র। তাঁর মধ্যে ৭ টি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এটা খারাপ সিদ্ধান্ত। এর মাধ্যমে আদালতের অবমাননা করা হয়েছে। আমাদের উচিত পাহাড়বাসীর সাথে সহযোগিতা করা।

বারবার বিজেপি দার্জিলিঙে অশান্তি ছড়াচ্ছে। কেন্দ্র কি চায় না দার্জিলিং এ শান্তি ফিরে আসুক? আমার মনে হয় এটা বিজেপির দলীয় সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত নয়। আমরা এই সিদ্ধান্ত মানব না। এটা পলিটিকাল গেম প্ল্যান , বাংলাকে ভাগ করার চক্রান্ত।

বিজেপি-র এক নেতা দার্জিলিং গেলেন আর তারপরে সেখানে কি কি হল সবাই দেখেছেন। ওখানে কিছু প্রতিবেশি দেশ ও রাজ্য থেকে মদত দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন মদত দিচ্ছে, অস্ত্র সরবরাহ করছে। আমাদের কাছে সমস্ত তথ্যপ্রমাণ আছে।

আমরা আমদের মাথা নত দেব না। আমাদের অফিসার মারা গেছেন ওরা কোনও সমবেদনা জানায় নি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছি। আশা করি আমরা সঠিক বিচার পাব।

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক কম:
জম্মু ও কাশ্মীর – ৪০২ কোম্পানি
ছত্রিশগড় – ২৫২ কোম্পানি
ঝাড়খণ্ড – ১৪৪ কোম্পানি
উত্তর পূর্ব ভারত – ১২০ কোম্পানি (অতিরিক্ত সেনা বাহিনী)
দিল্লি – ৫০ কোম্পানি
ওড়িশা – ৮৪ কোম্পানি
বিহার – ৪৮ কোম্পানি
বাংলা – ১৫ কোম্পানি (৭ টি প্রত্যাহার করা হয়েছে)

বাংলার প্রতি কেন এই বঞ্চনা? অন্য রাজ্য থেকে থেকে কেন কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা হচ্ছে না? রাজ্যের সাহায্য দরকার হলে তাকে সাহায্য করা কি কেন্দ্রীয় সরকারের কর্তব্য নয়?

রাম রহিমের সময় হরিয়ানাকে কত কোম্পানি দিয়েছিলি? যেহেতু বাংলা বিজেপির বিরুদ্ধে কথা বলে তাই এত বঞ্চনা? এটা বাংলার বড় অপমান, বাংলার পাহাড়ের মানুষের অপমান। পাহাড়ের মানুষ ন্যায় চায়, শান্তি চায়, একতা চায়।