Latest News

January 5, 2018

Biswa Dooars Utsav is bigger and better this year

Biswa Dooars Utsav is bigger and better this year

The Biswa Dooars Utsav is bigger and better in 2018. It started on December 29 at Parade Ground in Alipurduar and will continue till January 7, 2018.

Bhutanese mask dancers have been invited. This is a the biggest attraction this year. Besides, freedom fighters involved in Bangladesh’s war of independence, commonly called muktijoddhas, have been invited. Another new aspect of this year’s Dooars Utsav is the inclusion of sportspersons from the Dooars region.

The festival has four stages – the main stage for the important performances, and three more for folk artistes, for child performers (Shishu Mancha), and for quiz competitions and symposia.

 

আরও বেশী জাঁকজমকপূর্ণ এবারের বিশ্ব ডুয়ার্স উৎসব

বিশ্ব ডুয়ার্স উৎসব এবার আরও বেশী জাঁকজমকপূর্ণ হচ্ছে।

বিশ্ব ডুয়ার্সের উৎসবের মাঠে এবার থাকছে সেলফি জোন। এছাড়া এবার বিশ্ব ডুয়ার্স উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে প্রতিবেশী দেশ ভুটানের মাস্ক ড্যান্স বা মুখোশ নৃত্য। এবার উৎসবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া থাকবে ভুটান ও নেপালের প্রতিনিধিরাও।

এবারই প্রথম ডুয়ার্স উৎসবে ডুয়ার্সের খেলাধুলাকে অন্তর্ভুক্তও করা হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে ২৯শে ডিসেম্বর সূচনা হয় এই উৎসবের, চলবে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত।

এ বছর প্রথম বিশ্ব ডুয়ার্স উৎসবে সামিল হচ্ছে ডুয়ার্সের বিভিন্ন এলাকার ক্রীড়া প্রতিযোগিতা। পুরো ডুয়ার্স অঞ্চল থেকে খেলোয়াড়রা তাদের প্রতিভার প্রকাশ দেখাবেন এই উৎসবে। এছাড়া এই মেলাতে চারটি স্টেজ থাকবে। স্টেজ হবে লোকশিল্পীদের জন্য, শিশুদের জন্য থাকবে মঞ্চ, এছাড়া ডুয়ার্স উৎসবের মূল মঞ্চ ছান্যা কুইজ সিম্পোজিয়ামের জন্য থাকবে আলাদা একটি মঞ্চ।

প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষরা তাদের সাংস্কৃতিক নাচ, গান, কবিতা, আবৃত্তি পরিবেশন করবেন।

 

Source: Khabar 365 Din