Latest News

February 5, 2018

Bengal will show the way in 2019: Mamata Banerjee

Bengal will show the way in 2019: Mamata Banerjee

Trinamool Congress chairperson Mamata Banerjee today addressed students and youth of North Bengal at the Kanchenjungha Stadium in Siliguri. The stadium was packed to capacity.

Here are the salient points of her address:

North Bengal was once deprived, no one used to look at it; situation has changed, new secretariat, new districts have been formed; Trinamool Congress has not left out any effort for its development, for it loves the north as much as it loves the south; there is so much variety in region; will go to hills tomorrow to meet the people there.

Request to Trinamool’s student and youth wings: never bow your head in defeat, don’t fall prey to money, communalism, divisiveness, and never lose your identity; work for the well-being of the people.

Mamata criticised the CPM and Congress. “Now a new party, the BJP, is bringing in a lot of money to North Bengal. They promised to open the closed tea gardens, but not one has opened; its leaders have boxes but whether they are filled with notes or paper, I don’t know. We will have to assure that these boxes are not filled with votes,” she said.

Divisiveness and separatism – the BJP specialises in this. Why is the Telegu Desam in AP considering breaking away? Because the centre has deprived them in the Budget. I have full support for them. Any state that is deprived will have my support; Attempts are also being made on Bengal to do this, we are perhaps the most deprived state. But that will not be allowed.

The Centre has devised several foolhardy schemes in the Budget – bamboo mission, wealth from cowdung- they are planning to keep it in banks! And the ash from burnt cowdung cakes will be the interest!

The Trinamool’s schemes are not like that. Cereals at very subsidised rates, health and education provided free to the tribal people of North Bengal, and farmers also continue to get subsidy, which has been increased to Rs 1,000. A new Manobik pension scheme of Rs 1000 will be started for the handicapped;

Journalists above 60 will get Rs 2,500 pension, and a new Ruposhree scheme whereby low income parents will get Rs 25,000 for the wedding of their daughters. Which state will give so many benefits for its people?

Farmers tax waived; families will get various types of assistance, and they will not have to give a single paisa. A large number of scholarships have been given to students. In the last 6 years, we have given jobs to 81 lakh youths, and another 9 lakhs will get jobs this year. The state has developed in many areas and we are number one in the country in several aspects.

The girls and women of our state are our pride. On March 6 and 7, rallies will be held at all blocks. A big rally will be held on March 7, one in South Bengal and the other in North Bengal, to protest the hike in prices.

Till the board examinations begin, I want that our youth wing will hold rallies every Saturday and Sunday to protest rising fuel, gas and other prices. The panchayat elections are coming. I want the youth to in every district, block and village to battle in such a way that there is no room for crying.

BJP in north Bengal bring boxes, not development. Whether the boxes have money or paper has to be found out; they are always trying to foment trouble on divisive and communal grounds. During the trouble in next door Assam, Bengal had stood by the victims.

Airports at Cooch Behar, Malda and Balurghat are coming up, roads too are being developed. We will look back with pride with the progress that is taking place in North Bengal.

Rajbangshi, Kamtapuri will be among official languages. Kuruk will also be developed.

Students and youth have to take responsibility and mould into leaders; all senior leaders are helping me in this. Trinamool Congress is a united family that moves forward together.

Open student rallies in each district will be held after exams, which will continue till April. Till then no rallies, no noise; meetings will be held inside halls but not during exam hours; no district student conventions while exam are on. I want the Yuva conventions to be completed by April.

Women will hold a rally in all districts on March 6, as March 8 is International Women’s Day, during which I will attend a rally in Kolkata.

Factory workers, while conducting trade union activities, must not block roads and factory gates;

Farmers are our assets; we will have to stand by them.

Jai Hind Bahini and Seva Dal must specialise on social networks. They have to increase their activities; Jago Bangla calendar was photoshopped and mistakes put in, false videos are being released. If you see such, immediately complain and get it rectified.

Don’t resort to lies, we are with the people always, their problems.

Trinamool has a big role in the coming days, and all of you have to be able to stand by the party and fight for development; do work that will make people proud of you. This is the way leaders are made.

We fight for anti people moves, be it aadhaar, fuel prices, inflation, deprivation; earlier the fight was against the CPM’s rule.

Bengal will show the way for other states. Students and youth, you are the future, follow the right path, let everyone live as proper human beings.

 

২০১৯ এ বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে:মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হল। এই প্রথম রাজ্যে দুভাগে এই উৎসব অনুষ্ঠিত হল, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন।
উত্তর বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।

দক্ষিণবঙ্গের সম্মেলনের মত উত্তরবঙ্গের সম্মেলনেরও প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিশেষ কিছু অংশঃ
• উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল, একদিন সবাই তাঁকে দুয়োরাণী বলত, আজ তাঁর সব পরিবর্তন হয়ে গেছে। নিজস্ব সেক্রেটারিয়েট উত্তরকন্যা পেয়েছে। দুটো নতুন জেলা তৈরী হয়েছে আমাদের সময়ে, উত্তরবঙ্গকে দিতে তৃণমূল কংগ্রেস কোন কার্পণ্য করে নি ভালোবাসা থেকে বঞ্চিত করতে। উত্তরবঙ্গে পাহাড়, জঙ্গল, তরাই, ডুয়ার্স আছে
• দীর্ঘদিন বাদে আগামীকাল আমার পাহাড়ের মানুষের কাছেও যাব। পাহাড়েও কিছু প্রোগ্রাম নেওয়া আছে। পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য যে কাজ জিটিএ শুরু করেছে, তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
• ছাত্র যুবকদের কাছে অনুরোধ থাকবে, কখনও জীবনে মাথা নত করবেন না, টাকার কাছে বিকিয়ে যাবেন না, জীবনে সাম্প্রদায়িক রাজনীতি করবেন না, ভাগাভাগির রাজনীতি করবেন না, নিজের নিজস্বতা হারাবেন না
• তৃণমূল এমন একটি দল যে মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে এবং সর্বক্ষণ লড়াই করে
• সিপিএম দল একটা কর্পোরেশনের দায়িত্ব পেয়েও ভালো করে কাজ করতে পারে না, রোজ বিবৃতি দেওয়া আর গণ্ডগোল পাকানো ছাড়া আর কাজ নেই, তৃণমূলের বিরোধিতা করতে করতে পার্টিটাই প্রায় উঠে গেছে
• কংগ্রেস দল, বাংলায় যার কিছুই নেই, ২০১৬ সালে তারা সিপিএমের সঙ্গে মিলে বাংলাটার সর্বনাশ করার চক্রান্তে লিপ্ত হয়েছিল।
• আরেকটা দল তৈরী হয়েছে সিপিএম ও কংগ্রেসের পাপড়ি দিয়ে, নাম হচ্ছে, বিজেপি দল। সেই দলের হাতে এখন প্রচুর টাকা। ইলেকশনের আগে বলেছিল ডানকানের ৭তা বাগান খুলে দেব, ১টাও খোলে নি। তাদের একেক জন মন্ত্রী এসে কাগজের বাক্স নিয়ে বসে থাকেন, সেই বাক্সে কাগজ আছে না নোট আমি জানি না। কিন্তু, তাদের ভোট নেই।
• আসামে বসে কোচবিহারে কিকরে দাঙ্গা লাগানো যায়? জলপাইগুড়িতে কিকরে ভাগাভাগি করা যায়, আলিপুরদুয়ারে কিকরে দাঙ্গা লাগানো যায়, বালুরঘাটে কিকরে হিন্দু মুসলমান করা যায়? উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে কি করে গণ্ডগোল করা যায়? মালদা কি করে ভেঙে দেওয়া যায়, এদের একটাই কাজ, এরা বাংলাকে ভালবাসে না। বাংলাকে বাংলার প্রাপ্য এরা দেয় নি।
• অন্ধ্র প্রদেশ বলছে আজ তারা বাজেটে বঞ্চিত, যেকোনো রাজ্যের ওপর বঞ্চনার ব্যপারে আমার তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে। বাংলাকেও তারা কিছুই দেয়ন, যেটুকু ছিল, সেটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে মাথা নত করানো যাবে না। বাংলাকে বঞ্চনা করে, তৃণমূল কংগ্রেসকে মাথা নত করানো যাবে না। তৃণমূলকে মাথা নত করাতে কেন্দ্রীয় সরকার কম চক্রান্ত করেনি, এই ষড়যন্ত্রে সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনেই এক
• জন্ম থেকে মৃত্যু আমাদের প্রজেক্ট আছে, বিজেপি বাজেটে বাম্বু মিশন ও গোবর ধন তৈরী করেছে, গোবর ব্যাঙ্কে রাখুন, ঘুঁটে পুড়ে যে চাষি হবে, সেটাকে আপনাকে সুদ বলে ধরিয়ে দেবে
• শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়ি তপশিলি ভাই বোনেদের পড়াশোনার জন্য, আদিবাসী ভাই বোনেদের জন্য পুরো স্কলারশিপ দিয়ি পড়াশোনা করার, ২টাকা কিলো চাল দিয়ি, চা বাগানে মাত্র ৪৭ পয়সায়, বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পায়, কৃষকদের জন্য কৃষক ভাতা আছে, আরও ৩৫ হাজার লোককে এক্সট্রা দোব এই বছরে, ৭৫০ টাকা ছিল, বাড়িয়ে ১০০০ টাকা করেছি, প্রতিবন্ধী ভাই বোনেরা ভাতা পায়, আরও একটি নতুন স্কিম চালু করছি, সেটার নাম মানবিক, তাতে ১০০০ টাকা করে পাবে
• সাংবাদিকদের জন্যও মাভৈ করেছি, বিনা পয়সায় চিকিৎসা, তা ছাড়াও ১লা এপ্রিল থেকে মাসে ২৫০০ টাকা করে পেনশন পাবেন, রূপশ্রী প্রকল্প করেছি এবার, যে মেয়েটার ১৮ বছর বয়েস, বিয়ে হয় নি, বার্ষিক আয় ১.৫ লক্ষ, সেই মেয়েদের বিয়ের জন্য আরও ২৫০০০ টাকা করে সরকার দেবে।
• কৃষকদের খাজনা মুকুব করে দিয়েছি, মিউটেশন মুকুব করে দিয়েছি, ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, ৬৫০ কোটি টাকা দিয়ে ইনস্যুরেন্স করে দিয়েছি
• ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলে মেয়েরা, ৫৭ লক্ষ এসসি এসটি শিক্ষাশ্রী স্কলারশিপ, ৪৫ লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে
• ৮১ লক্ষ ছেলে মেয়েদের চাকরি করে দিয়েছি, এবছরে আরও ৯ লক্ষ করা হবে, গ্রামীণ চাকরি সৃষ্টিতে, ই-টেন্ডারে, কৃষিতে, ইজ অফ ডুইং বিজনেসে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে, স্কিলে আমরা নম্বর ১
• আগামী ৬ই মার্চ, ৭ই মার্চ ব্লকে ব্লকে মেয়েদের র্যা লি হবে, ৮ই মার্চ উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে গান্ধী মূর্তিতে মেয়েদের সমাবেশ ও র্যােলি হবে, ৮ তারিখ আন্তর্জাতিক মহিলা দিবস
• দ্রব্যমূল্য রোজ বাড়ছে, মাধ্যমিকের আগে ৮ই মার্চ অবধি রোজ মিছিল চলবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে
• টাকা দিয়ে তৃণমূলকে কংগ্রেসকে স্তব্ধ করা যাবে না। এদের একটাই কাজ দাঙ্গা লাগানো, আপনারা নজর রাখুন।
• কোচবিহার, বালুরঘাট, মালদায় এয়ারপোর্ট হচ্ছে, ভুটান নেপাল বাংলাদেশের সঙ্গে রাস্তা যুক্ত হচ্ছে
• সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে
• আমরা সিদ্ধান্ত নিয়েছে রাজবংশী, কামতাপুরি ও কুরুক ভাষাকে অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এই ভাষাগুলির আকাদেমিও তৈরী হবে।
• তৃণমূল কংগ্রেস একটি যৌথ পরিবার, সবাইকে নিয়ে চলে। তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সম্পদ।
• অভিষেককে বলব, পরীক্ষা শেষ হওয়ার পর জেলায় জেলায় কনভেনশন, কর্মশালা করবে
• কারখানার গেট বন্ধ না করে, শ্রমিকদের পাশে থেকে লড়াই করতে হবে, শিল্পের পরিবেশ তৈরী করতে হবে, কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে হবে, কৃষকরা আমাদের সম্পদ
• জয় হিন্দ বাহিনীকে দায়িত্ব দাও সোশ্যাল মিডিয়াটা করতে, একটা ভুল ক্যালেন্ডার বিজেপি আইটি ডিপার্টমেন্ট ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলার নামে প্রচার করছে, আমাদের পার্টি থেকে প্রতিবাদ করা হয়েছে। মাঝে মাঝেই ভুল ছবি দিয়ে বলে তৃণমূল এটা করছে, সঙ্গে সঙ্গে কাউন্টার করবেন।
• তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, মানুষ বিরোধী কোনও কাজ করবে না, মানুষের সাথে থাকবে, একটাই শর্ত মা মাটি মানুষ জিন্দাবাদ।
• সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে কাঁদতে হবে, আগামী দিন ভারতের বুকে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা পালন করবে। সেই বুমিকা পালন করার জন্য আপনাদের সকলের ক্ষুদ্র ভূমিকার প্রয়োজন আছে।
• তৃণমূল কর্মীরা কোনও অন্যায় করবেন না, কোনও অন্যায় সহ্য করবেন না
• নেতা গাছ থেকে পড়ে না, কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। আমাদের কেউ নেতা নয়, কর্মীরাই আমাদের সম্পদ
• লড়াই আমাদের চলছে, আগে লড়াই ছিল ৩৪বছরের সিপিএমের বিরুদ্ধে আর আজকের লড়াই মানুষকে খেটে দেওয়ার লড়াই আর আগামী দিনের লড়াই হবে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাদের বিনাশ করার লড়াই
• ২০১৯, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে