January 16, 2018
Bengal means business – Economy surges ahead

Bengal is the fourth largest economy in India, and on many economic parameters, is ahead of the all-India average.
During 2016-17, before demonetisation, that is, for the period from April to September 2016, the growth rate of the State Index of Industrial Production (IIP) was (+)4.8 per cent as compared to (–)0.1 per cent for India.
And the growth rate of the State Index of Industrial Production (General) for the period from April 2016 to January 2017 was 6.97 per cent, when that for the period from April 2016 to even March 2017 was just 4.8 per cent.
As compared to 2010-11, the State Plan of Expenditure in 2016-17 is expected to be four times. Similarly, the Capital Expenditure in 2016-17 as compared to 2010-11 is expected to be seven times.
Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme, the State Government has achieved employment generation to the tune of 128 per cent of proportionate labour budget. Expenditure incurred by the State Government in the scheme of more than Rs 5,600 crore was the highest in the country.
The revenue of the state in 2015-16 as compared to 2010-11, has grown by 103 per cent. This increase is unprecedented in the country.
In the area of e-taxation and reforms, Bengal has achieved number one position in the country on the basis of comparative valuation of performance with other states.
In spite of the tsunami of demonetisation, Bengal was able to create employment opportunities for 13,27,000 people during financial year 2016-17.
এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি
বাংলা দেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এছাড়া আরও অনেক অর্থনৈতিক ক্ষেত্রে দেশের গড়কে পেছনে ফেলে দিয়েছে এই রাজ্য।
২০১৬-১৭ অর্থবর্ষে সর্বনাশা নোটবাতিলের আগে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত রাজ্যের স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (আইআইপি) ছিল (+)৪.৮ শতাংশ, যেখানে দেশের এই পরিসংখ্যান ছিল (-) ০.১ শতাংশ।
এপ্রিল ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (জেনারেল)-এর বৃদ্ধির হার ছিল ৬.৯৭ শতাংশ, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ তে যা হয় ৪.৮ শতাংশ।
স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ সালে প্রায় চার গুন বেড়েছে। পাশাপাশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ তে বেড়েছে প্রায় সাত গুন।
১০০ দিনের কাজের অন্তর্গত, রাজ্য সরকার ১২৮ শতাংশ কর্মসংস্থান করেছে। এই খাতে রাজ্য ব্যয় করেছে ৫৬০০ কোটি টাকা যা দেশে সর্বোচ্চ।
২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে রাজস্ব বেড়েছে ১০৩ শতাংশ। এই পরিমান রাজস্ব বৃদ্ধি দেশে অভূতপূর্ব।
ই-ট্যাক্সেশন ও সংস্কারের ক্ষেত্রে বাকি রাজ্যের তুলনায় এরাজ্য প্রথম স্থান অধিকার করেছে।
নোটবাতিলের কালো প্রভাব থাকা সত্বেও ২০১৬-১৭ সালে রাজ্য ১৩,২৭,০০০ টি কর্মসংস্থান তৈরীতে সক্ষম হয়েছে।