April 11, 2018
Bengal leading producer of rice for last 4 years, as per Central Govt data

That Chief Minister Mamata Banerjee has always place a lot of importance on agricultural production is well known. As a result of that, over the last few years, Bengal has been creating records in terms of production of various crops.
As per an answer given by the Union Agriculture Ministry in the Lok Sabha, over the last four financial years, that is, 2014-15 to 2017-18 (for 2017-18, as per as per Second Advance Estimates), Bengal has been the leading producer of rice in the country.
The production of rice over the four years is as follows:
- 2014-15: 146,77,20,000 tonnes
- 2015-16: 159,53,90,000 tonnes
- 2016-17: 153,02,50,000 tonnes
- 2017-18: 149,90,00,000 tonnes
The Central Government has also given the state the Krishi Karman Award for various feats of agricultural production for five consecutive years.
চাল উৎপাদনঃ রাজ্যগুলির শীর্ষে বাংলা
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি উন্নয়নের ওপর জোর দিয়ে এসেছেন । এর ফলস্বরূপ, গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফসল উৎপাদনে বাংলা রেকর্ড তৈরী করেছে।
এবার বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক। লোকসভায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর পেশ করা তথ্য অনুযায়ী, গত চার অর্থবর্ষে – অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ (দ্বিতীয় অ্যাডভান্স এস্টিমেট) -বাংলা চাল উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে।
গত চার বছরে বাংলায় উৎপন্ন হওয়া চালের পরিমানঃ
- ২০১৪-১৫: ১৪৬,৭৭,২০,০০০ টন
- ২০১৫-১৬: ১৫৯,৫৩,৯০,০০০ টন
- ২০১৬-১৭: ১৫৩,০২,৫০,০০০ টন
- ২০১৭-১৮: ১৪৯,৯০,০০,০০০ টন
উল্লেখ্য, কৃষিতে অসামান্য সাফল্যের জন্য পর পর পাঁচ বছর কেন্দ্রের কাছ থেকে কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে বাংলা।