Latest News

January 19, 2018

Bengal is the Best State in e-Governance

Bengal is the Best State in e-Governance

Bengal’s e-governance system got another feather in its cap when the Computer Society of India (CSI) awarded Chief Minister Mamata Banerjee with its e-Ratna award and the State Government with its Best State in e-Governance award for 2017.
Computer Society of India is the first and largest body of computer professionals in the country. It has 72 chapters across India, 511 student branches, and about 100,000 members.
CSI informed the government about the awards through a letter recently. They would be handed over at the annual Computer Society of India-Nihilent e-governance awards ceremony.

 

মুখ্যমন্ত্রী পাচ্ছেন ই-রত্ন সম্মান

 

মর্যাদাপূর্ণ ‘ই-রত্ন’ সম্মান পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে রাজ্যজুড়ে ‘ই-গভর্ন্যান্স’ কে সফলভাবে রুপায়ন করার কৃতিত্ব হিসেবে এই খেতাব জুটেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে স্বীকৃত কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া সম্মানজনক এই খেতাব দিতে চেয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছে।
আগামী শনিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সিএসআই-এর ৫২তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ওই খেতাব প্রদান করা হবে মুখ্যমন্ত্রীকে। একইসঙ্গে সিএসআই বাংলাকে দেবে ২০১৭ সালের দেশের সেরা ‘ই-গভর্ন্যান্স রাজ্য’ (সার্বিক বিকাশ) অ্যাওয়ার্ডও।
মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠিতে সিএসআই কর্তা বলেছেন, অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে আপনাকে জানাচ্ছি, সংস্থার এগজিকিউটিভ কমিটি এবারের ই-রত্ন খেতাবের জন্য আপনার নাম চূড়ান্ত করেছে। সুযোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গকে সফলভাবে ডিজিটালি সমৃদ্ধ করার জন্য এ সম্মান আপনারই প্রাপ্য।

Source: Bartaman