January 18, 2018
Bengal inks MoU with Devyani International, to see more KFC, Pizza Hut outlets

Bengal government has signed a Memorandum of Understanding (MoU) with Devyani International Limited, the Indian franchisee of YUM Restaurants India Pvt Limited, for an investment of Rs 100 crore.
The MoU is on investment to set up more KFC and Pizza Hut restaurants in different parts of the state. As per the MoU, 4 to 5 KFC and 2 to 3 Pizza Hut restaurants will be set up every year in the next five years and it will lead to a generation of 800 direct and 600 indirect jobs.
It may be mentioned that initially, the group has chosen Kolkata, Asansol, Durgapur and Siliguri to set up more restaurants. The state government has also urged the group to procure chicken from Haringhata and vegetables from the Farmers’ Producers Organisations (FPOs).
১০০ কোটি টাকার লগ্নি আসছে রাজ্যে
দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেডের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সমঝোতাপত্র সই হল। এর ফলে ১০০ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে সঙ্গে ১৪০০ কর্মসংস্থান তৈরী হবে রাজ্যে।\
দেবযানী ইন্টারন্যাশানাল লিমিটেড কেএফসি ও পিৎজা হাটের ভারতের ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। সংস্থার সিইও বলেন, আগামী পাঁচ বছরে কলকাতা সহ গোটা রাজ্যে কেএফসি ও পিৎজা হাটের আউটলেট খুলতে চান তারা। প্রতি বছর ৪-৫টি কেএফসি ও ২-৩টি পিৎজা হাটের রেস্তোরাঁ খলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা, আসানসোল ও শিলিগুড়িতে রেস্তোরাঁ খোলার জন্য সাহায্য করবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর। সেই সঙ্গে এই সংস্থা আরামবাগ, হরিনঘাটা সহ রাজ্যের বিভিন্ন জায়গার পোল্ট্রি ও হ্যাচারি থেকে কাঁচামাল নেবেন। কাঁচা সবজি নেওয়া হবে সরাসরি কৃষকদের থেকে। এতে আখেরে লাভবান হবে কৃষকরা।
গত ছয় বছরে রাজ্য সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এ ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। কৃষকদের চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থাও করা হয়েছে। ভাঙড়ে চালু হয়েছে রাজ্যের পথম ফুড প্রসেসিং অর্গানাইজেশন। বর্তমানে রাজ্যে কেএফসি স্টোরের সংখ্যা ২৬টি, তাঁর মধ্যে দার্জিলিঙের স্টোরটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত।