April 21, 2018
Bengal has achieved a revenue surplus, despite GST: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee put out a post on Facebook today, mentioning the fact that the Central Government has congratulated the Bengal Government for not only bringing down rapidly the revenue gap with respect to the State GST, but in fact registering a revenue surplus in March 2018.
While in August 2017 Bengal had a revenue gap of 33.4 per cent, in March 2018, the State had registered a surplus of 3 per cent.
Another significant fact the Chief Minister mentioned is that Bengal’s performance is far better than that of the country as a whole. In March 2018, while Bengal achieved a surplus of 3 per cent, the country as a whole registered a revenue deficit of 17.9 per cent.
Mamata Banerjee congratulated everyone concerned for achieving this feat.
To read the Facebook post, click here: goo.gl/nZd2oL
জিএসটি সত্ত্বেও বাংলায় রাজস্ব উদ্বৃত্ত হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি ফেসবুক পোস্ট করেন। জিএসটি থাকা সত্ত্বেও রাজ্য সরকার মার্চ ২০১৮ পর্যন্ত যেভাবে রাজ্যের রাজস্ব উদ্বৃত্ত করতে সমর্থ হয়েছে, তার জন্য কেন্দ্র প্রশংসা করে রাজ্যের। মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটিই তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।
আগস্ট ২০১৭ পর্যন্ত রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল ৩৩.৪ শতাংশ, সেখানে মার্চ ২০১৮ পর্যন্ত রাজ্যের রাজস্ব বেড়ে হয়েছে ১০৩ শতাংশ।
আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলার কর্মক্ষমতা সারা দেশের থেকে অনেক ভালো। যেখানে মার্চ ২০১৮ তে শেষ হওয়া আর্থিক বর্ষে বাংলার রাজস্ব উদ্বৃত্ত হয়েছে ৩ শতাংশ, সেখানে সারা দেশের রাজস্ব ঘাটতি হয়েছে ১৭.৯ শতাংশ।
মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানান।