Latest News

March 17, 2018

Bengal Govt’s master plan for the development of Tarakeswar Temple

Bengal Govt’s master plan for the development of Tarakeswar Temple

The Trinamool Congress Government has drawn up a master plan for developing the premises of Tarakeswar Temple in Hooghly district.

The temple is one of the most popular in Bengal, and draws a lot of pilgrims as well as tourists from outside the State as well. It has a prominent historical legacy too.

Among the development initiatives to be taken up are improvement of the sewerage system, a regular cleaning mechanism for the adjacent ‘dudh pukur’, installation of LED lights, construction of a night shelter for pavement dwellers, and the construction of a multi-level car park and an auditorium for 1,000 people.

The government will spend Rs 74 crore for improving the entire drainage system of the area. For the night shelter, Rs 1 crore has been allocated. The cumulative cost of implementing the master plan will be Rs 200 crore.

These details were provided by the State Urban Development and Municipal Affairs Minister, who is also the chairman of the Tarakeswar Development Board, set up last year by Chief Minister Mamata Banerjee for proper maintenance of the temple.

তারকেশ্বর মন্দির সংস্কারের পরিকল্পনা রাজ্য সরকারের

হুগলী জেলার বিখ্যাত তারকেশ্বর মন্দির ও মন্দির সংস্কারের মাস্টার প্ল্যান তৈরী করল রাজ্য সরকার।

সারা বছরই এই মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয়। শুধু রাজ্যের পুণ্যার্থীরাই নয়, দেশ-বিদেশের বহু পুণ্যার্থী ও পর্যটক এখানে আসেন। এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বও আছে। তাই এই সংস্কারের উদ্যোগ সাধুবাদ যোগ্য।

সংস্কারের জন্য যা যা করা হবে:
– নিকাশি ব্যবস্থার উন্নয়ন
– স্থানীয় দুধ পুকুর নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা
– এলইডি আলো লাগানো
– পদব্রজে আসা পুণ্যার্থীদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা
– বহুতলীয় গাড়ি পার্কিং-এর ব্যবস্থা
– ১০০০ আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ নির্মাণ

নিকাশি ব্যবস্থার সংস্কারের জন্য ৭৪ কোটি টাকা ব্যয় করবে রাজ্য। রাত্রিনিবাস নির্মাণের জন্য ব্যয় হবে ১ কোটি টাকা। সব মিলিয়ে এই কর্মসূচীর জন্য ব্যয় হবে ২০০ কোটি টাকা।

এই সমস্ত তথ্য দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা তারকেশ্বর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

Source: The Statesman