Latest News

October 23, 2017

Bengal Govt to set up centres of National Institute of Virology

Bengal Govt to set up centres of National Institute of Virology

The Bengal Government is going to set up centres for testing of viruses in collaboration with the National Institute of Virology, Pune.

The decision was taken after it was found that cases of acute encephalitis went down due to effective testing of the blood samples sent to national institutes like National Institute of Virology, Pune, but reports from which places take three to four days to reach hospitals in the state.

With the setting up of the centres here, the State Government will get reports of blood samples of affected persons within 24 hours.

 

ভাইরাস গবেষণা কেন্দ্র তৈরী হবে রাজ্যে

পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সহযোগিতায় এবার রাজ্যে তৈরী হবে ভাইরাস গবেষণা কেন্দ্র।

মুখ্যমন্ত্রী বলেন, পুনেতে রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানোর পর রিপোর্ট হাতে পেতে তিন থেকে চার দিন সময় লেগে যায়। এখানে এরকম একটি কেন্দ্র তৈরি হলে এই রিপোর্ট এক দিনের মধ্যে পাওয়া যাবে।

এই কেন্দ্র তৈরীতে পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সবরকম প্রযুক্তিগত সহায়তা করবে।

রাজ্য সরকার গত ছ’বছরে প্রচুর উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে। এই নবতম উদ্যোগটিও সাধুবাদযোগ্য।
Source: Millennium Post