Latest News

February 24, 2018

Bengal Govt to revive 6 ancient rivers

Bengal Govt to revive 6 ancient rivers

The Bengal Government has taken up a major project to rejuvenate six ancient rivers that have almost lost their course due to indiscriminate dumping of garbage and lack of required dredging over the decades.

This is another novel initiative of the Trinamool Congress Government. The project would be taken up by the State Panchayats and Rural Development Department as part of a convergence plan streamlining the State Irrigation Department Fund and NREGA.

In Purba Bardhaman district, three rivers – Banka, Khari, Gangur – and a rivulet, Dakatia have been included in the project. The other two rivers are Jamuna and Saraswati, passing through Howrah and North 24 Parganas district, respectively.

Already, four rivers are part of a rejuvenation project – Gandheswari, Amodar, Birai and Kulik – in Bankura, Hooghly and Uttar Dinajpur districts.

The project will bring immense benefit to rivers, farmers and the NREGA labourers as well, according to the state commissioners of MGNREGA.

The initial work will take off in Nandai, at the confluence of Banka and Khari rivers.

 

ছয়টি প্রাচীন নদীকে পুররুজ্জীবিত করবে রাজ্য সরকার

ছয়টি প্রাচীন নদীকে পুররুজ্জীবিত করার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এই নদীগুলি সময়ের সঙ্গে সঙ্গে তাদের গতিপথ হারিয়ে ফেলেছে। বেহিসেবী ময়লা জমা হওয়া এবং ড্রেজিং না হওয়ার ফলে অবলুপ্তির পথে নদীগুলি।

এটি তৃণমূল সরকারের একটি সাধুবাদযোগ্য প্রয়াস। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সেচ দপ্তর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পূর্ব বর্ধমান জেলার বাঁকা, খারি ও গাঙ্গুর নদী এবং শাখানদী ডাকাতিয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অন্য দুটি নদী হল যমুনা ও সরস্বতী নদী, যা হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলা দিয়ে বয়ে চলেছে।

বাঁকুড়া, হুগলী ও উত্তর দিনাজপুর জেলার গন্ধেশ্বরী, আমোদর, বিরাই ও কুলিক নদীর পুনরুজ্জীবন করা হবে এই প্রকল্পের অংশ হিসেবে।

এই প্রকল্পে কৃষক ও ১০০ দিনের কাজের কর্মচারীরা প্রভূত উপকৃত হবেন। বাঁকা ও খারি নদীর মোহনায় নন্দাই থেকে এই কাজ প্রথম শুরু হবে।

Source: The Statesman