February 2, 2018
Bengal Govt to promote home stay tourism around Durga Puja

The Tourism Department of the Bengal Government has decided to promote home stay tourism among foreign tourists based around Durga Puja.
Home stays in Purulia, Birbhum and a few other districts would be tied up with by the department to facilitate this measure. The benefits would be primarily two-fold: one, of course, is that foreign tourists would be able to take part in Durga Puja-related festivities; two, Durga Pujas outside Kolkata would be promoted; and three, the tourists would be able to indulge in nature tourism and photography, as the home stays would be located in picturesque places. As a result of this decision, tourism activities would be promoted across the state, even in far-off places.
The state is among the top five in terms of the number of foreign tourists visiting it and this measure to uphold the culture of the state will boost the numbers further.
Everything related to this decision would be finalised within the next two to three months so that foreigners can be start their bookings.
Not just Durga Puja, in the coming days, plans are being made to promote celebrations like Rabindra Jayanti and Nazrul Jayanti (their birth anniversaries) in a big way among foreign tourists.
In this connection, it needs mention that the Tourism Department, along with the CII North Bengal Zonal Council, is hosting an international travel and tourism industry meet called Destination East in Kolkata from Janury 18 to 25.
পুজো পার্বনে বিদেশীদের আমন্ত্রণ, চমক পর্যটন দপ্তরের
সারা দেশে সংস্কৃতির পীঠস্থান আজও কলকাতা তথা বাংলা। রাজ্য এবার সেই সংস্কৃতিকেই হাতিয়ার করে সারা দেশে পর্যটনে এক নম্বর জায়গা দখল করতে চায়। সেই উদ্দেশ্যে আগামী দুর্গাপুজোতে বাংলায় বিদেশী পর্যটকদের জন্য শুরু হতে চলেছে হোম স্টে ব্যবস্থাপনা। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘ডেসটিনেশন ইস্ট’ নামক একটি অনুষ্ঠানে ৩০টি দেশের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত নানা ট্যুর অপারেটরদের সামনে সেই দুর্গাপুজোকেই এবার তুলে ধরা হল রাজ্যের পক্ষ থেকে।
রাজ্যের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে দুর্গাপুজোর জন্য বীরভূম, পুরুলিয়া সহ আরও কয়েকটি জেলায় হোম স্টে ব্যবস্থা গড়ে তুলব। যার সুবিধা পাওয়া যাবে আগামী দুর্গাপুজো থেকেই।
প্রসঙ্গত, গত ছয় বছরে রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন শিল্পে যা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তার সুবাদে ইতিমধ্যেই বিদেশী পর্যটকদের ভিড়ের নিরিখে দেশের প্রথম পাঁচ রাজ্যের মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ।
শুধু দুর্গাপুজো নয়, আগামী দিনে রবীন্দ্র জয়ন্তী, নজ্রুল জয়ন্তীর মত দিনগুলিতে পর্যটনের আলাদা ব্যবস্থা করতে চলেছে রাজ্য।
Source: Khabar 365 Din