Latest News

March 17, 2018

Bengal Govt to preserve relics of Bangarh

Bengal Govt to preserve relics of Bangarh

The Trinamool Congress Government has taken up an initiative to preserve the glorious past of Bangarh. The place, about 45 km from Balurghat in Dakshin Dinajpur district, contains relics ranging from the Mauryan era to the Muslim period. They are spread over a radius of 8 km.

Besides taking steps to preserve the ancient city, the State Government has taken measures to promote Bangarh as a tourist spot.

However, owing to lack of preservation and protection measures in the past, some valuable historical relics and evidences have been damaged or misplaced. The current district administration has taken steps to stop theft of the relics, which can illegally fetch a good price in foreign countries .

 

বানগড়ের পুরানিদর্শন বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার

বানগড়ের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস সরকার। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে ৪৫ কিঃমিঃ দূরে অবস্থিত এই অঞ্চলে মৌর্য যুগ থেকে শুরু করে মুসলিম সাম্রাজ্য পর্যন্ত সময়কালের বিভিন্ন পুরানিদর্শন আছে। ৮ কিঃমিঃ বিস্তৃত এই অঞ্চলটিকে ইতিহাসের এক উজ্জ্বল ধারকই বলা যায়।

ঐতিহাসিক ও প্রাচীন এই শহরের সংস্কারের মাধ্যমে বানগড় অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে।

অতীতে, নিরাপত্তার অভাবে অনেক মুল্যবান ঐতিহাসিক পুরাতত্ব এখান থেকে চুরি হয়ে গেছে। তাই, জেলা প্রশাসন এখন এই ধ্বংসাবশেষ রক্ষা করতে, এবং এই পুরানিদর্শনগুলির বিদেশে পাচার রুখতে, উদ্যোগী হয়েছে।

Source: Millennium Post