March 26, 2018
Bengal Govt slashes rates for cancer patients at tourist lodges

At the initiative of Chief Minister Mamata Banerjee, the State Tourism Department has been providing rooms at hotels and lodges owned by the Department at half the price to cancer patients. They only have to furnish a few documents regarding the treatment he or she is undergoing.
The Tourism Department controls almost 40 hotels and lodges across Bengal. The Department also provides a discount of 20 per cent for the elderly.
It may be mentioned that when Mamata Banerjee was the Rail Minister, she had launched the facility of rebates in rail fare for cancer patients travelling for treatment. She had been applauded from all quarters at that time for such an initiative.
Bengal is the only State in India to offer such special prices at tourist lodges for cancer patients.
লজের ভাড়া অর্ধেক কমিয়ে হাজারেরও বেশী ক্যান্সার রোগীকে মমতার স্পর্শ রাজ্যের
উদ্যোগ শুরু হয়েছিল বছর দেড়েক আগে। ক্যান্সার রোগীদের জন্য সরকারি হোটেলের ঘরভাড়া অর্ধেক করে দিয়েছিল রাজ্য সরকার। হাজারেরও বেশি রোগীকে এই ছাড় দিয়ে আশীর্বাদ কুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর্থিক ছাড়কে সেবা হিসেবেই দেখছেন পর্যটন দপ্তরের কর্তারা।
পশ্চিমবঙ্গ পর্যটন নিগমের আওতায় রাজ্যে প্রায় ৪০টি সরকারি লজ বা হোটেল আছে। পাহাড় থেকে সাগর— পর্যটনকেন্দ্রগুলির ‘প্রাইম’ বা সেরা জায়গাতেই রয়েছে লজগুলি। কিছুটা সেই কারণেই তার ঘরভাড়াও নেহাত কম নয়। সেখানেই রাজ্য সরকার ক্যান্সার রোগীদের জন্য এই ছাড় দিচ্ছে।
দপ্তরের কর্তারা বলছেন, এমনিতে তাঁরা প্রবীণ নাগরিকদের জন্য ২০ শতাংশ ছাড় দিয়ে থাকেন। যদি কোনও প্রবীণ নাগরিক ঘর বুকিং করেন, তাহলে শুধু তাঁর ঘরটির ক্ষেত্রে দামের ২০ শতাংশ ছাড় পান। ক্যান্সার রোগী যদি এই লজগুলিতে থাকেন, তাহলে তাঁর ঘরটির ভাড়াতেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। এর জন্য চিকিৎসা সংক্রান্ত ন্যূনতম কিছু কাগজপত্র লজ কর্তৃপক্ষকে দেখাতে হয়।
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য রেল ভ্রমণে আর্থিক ছাড়ের ব্যবস্থা করেছিলেন। দেশজুড়ে সমাদর পেয়েছিল রেলমন্ত্রী মমতার সেই উদ্যোগ। মুখ্যমন্ত্রী হওয়ার পর পর্যটন দপ্তরকে ক্যান্সার রোগীদের জন্য কিছু করার সুযোগ করে দেওয়ায় খুশি দপ্তরের কর্তারাও।
অন্যান্য রাজ্যগুলির মধ্যে কয়েকটিতে পর্যটন দপ্তরের আওতায় থাকা হোটেল বা গেস্ট হাউসগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক ছাড় বা সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু ক্যান্সার রোগীর জন্য এত বড় ছাড় ঘোষণা আর কোথাও নেই। এমনকী পর্যটনকে কেন্দ্র করে আলাদা কোনও ছাড়ের কথাও কোনও রাজ্যে শোনা যায়নি।
Source: Bartaman