June 15, 2016
Govt set to promote home stays in north Bengal

Two thousand rooms and increasing, home stays are the new craze for tourists visiting north Bengal. Home tourism in Darjeeling Hills is set to get another boost. The State government has decided to promote organic farming in areas promoting home stays.
The move is also aimed to streamline the services and to have a data base on home stay facilities and to categorise them as per their standard. The concept started during the last Commonwealth Games in Delhi to provide world class services to tourists and to supplement the availability of accommodation in the metros and tourist destinations.
Home stays have become very popular in remote tourist destinations in Dooars and Darjeeling hills where many unemployed youths and families have made them their main source of income.
“There are more than 2,000 home stay rooms and the number is increasing rapidly,” said Goutam Deb, West Bengal tourism minister. “The State government will religiously and seriously promote home stays. We will also promote organic farming in the areas coming up with home stay facilities. Organic food would be another attraction,” said the Minister.
উত্তরবঙ্গে হোম-স্টে পর্যটনে নতুন উদ্যোগ রাজ্যের
দার্জিলিঙের হোম ট্যুরিজম একটি নতুন দিশা পেতে চলেছে। উত্তরবঙ্গ পরিদর্শনে আসা পর্যটকদের জন্য ২০০০ এর বেশি হোম ষ্টে রুমের ব্যবস্থা করা হয়েছে। হোম স্টে প্রমোট করার পাশাপাশি চারপাশের এলাকায় জৈব চাষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
দার্জিলিং আর ডুয়ার্সের পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে হোম ষ্টে পর্যটকদের কাছে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এগুলি এখানকার বেকার যুবক ও তাদের পরিবারগুলির আয়ের প্রধান উৎস।
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এখনও পর্যন্ত ২০০০ এর বেশি হোম ষ্টে রুম আছে এবং এর সংখ্যা আরও বাড়ানো হবে”।
তিনি আরও জানান, “রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে হোম ষ্টে-র উন্নয়নের উদ্যোগ নিয়েছে। হোম ষ্টে ফেসিলিটির সঙ্গে জৈব চাষের ক্ষেত্রেও জোর দেওয়া হবে। অরগ্যানিক ফুড হবে আরেকটি আকর্ষণ”।