February 6, 2018
Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.
Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.
The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.
Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.
At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.
The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.
লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য
লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।
এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।
Source: Millennium Post