February 21, 2018
Bengal Govt medical college hospitals to get cancer treatment machines

The Bengal Government has bought state-of-the-art radiotherapy units called LINAC machines for cancer treatment at four teaching hospitals in Kolkata – NRS, RG Kar, SSKM and Medical College Hospital (MCH).
These high-end machines would be functional for patients within four or five months. Each machine costs Rs 15 crore. Five machines have been bought and the sixth would be bought soon. With the help of these machines, thousands of patients would be able to get treatment at a very affordable price.
The machines feature several built-in safety measures to ensure that they will not deliver higher doses than prescribed. They would be routinely checked to ensure that they work properly.
According to a senior official at Swasthya Bhawan, hardly two or three hospitals in the country have this latest model of LINAC machine. He also said that experts from the American manufacturer will come to train the doctors and technicians who would be operating the machines.
কর্কট রোগ নিরাময়ে অত্যাধুনিক যন্ত্র রাজ্যের চার হাসপাতালে
কর্কট রোগ বা ক্যান্সার চিকিৎসার জন্য অত্যাধুনিক রেডিওথেরাপি যন্ত্র, লিনাক মেশিন আসছে কলকাতার চারটি হাসপাতালে – নীলরতন সরকার, আর জি কর, এস এস কে এম এবং মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এই মেশিনগুলি আগামী চার পাঁচ মাসের মধ্যে চালু হয়ে যাবে। এক একটি মেশিনের দাম ১৫ কোটি টাকা। পাঁচটি মেশিন ইতিমধ্যেই এসে গেছে; ষষ্ঠটি শীঘ্রই আনা হবে। এই মেশিনগুলির সাহায্যে হাজার হাজার রোগী অল্প খরচে অত্যাধুনিক চিকিৎসা পাবেন।
এই মেশিনগুলি এমনভাবে তৈরী যাতে কোনও অবস্থাতেই নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ রেডিয়েশন রোগীর ওপর প্রয়োগ করা না হয়। নিয়মিত এই মেশিন পরীক্ষা করা হবে যাতে এই মেশিন যথাযথ কাজ করে।
স্বাস্থ্য ভবনের এক উচ্চাধিকারিকের মতে, দেশের মধ্যে খুব বেশী হলে দুই থেকে তিনটি হাসপাতালে এই অত্যাধুনিক যন্ত্র আছে। তিনি আরও বলেন, আমেরিকা থেকে বিশেষজ্ঞরা আসবেন ডাক্তারদের এই মেশিন ব্যবহারের প্রশিক্ষণ দিতে।
Source: The Statesman