Latest News

October 14, 2017

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

Bengal Govt makes tight security arrangements for Under-17 World Cup

The Bengal Government has made tight security arrangements at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) for the FIFA Under-17 World Cup.

The stadium, refurbished at a huge cost, will host 10 matches, including the final, across six days. The first set of matches were held on October 8.

The security arrangements at a glance:

  • Stadium gates will be opened two hours before the matches
  • All tickets will be scanned before letting ticket-holders enter the stadium
  • Once a ticket-holder leaves the stadium, the person won’t be allowed in again
  • Spectators will not be allowed to carry bags, newspapers, cold drinks and bottles of water inside
  • Spectators will be allowed to carry raincoats
  • Women will be allowed to carry handbags inside
  • There will be 110 ticket-checking points, all of which will have doorframe metal detectors passing through which will be compulsory for spectators
  • Spectators will be allowed to carry in flags of countries they are supporting but no sticks or stick-like objects will be allowed
  • To avoid any confusion, the tickets for all the six days (10 matches) are of different colours
  • Only FIFA-approved vendors will sell drinking water at the stadium
  • State Government will distribute water pouches free of cost at the parking venue
  • Parking space for 2,600 cars is being provided
  • To avoid unnecessary congestion, quite a few areas have been marked as no-parking zones
  • The police have been trained in such a way that, if necessary, all 66,000 spectators can be evacuated within eight minutes
  • To secure the area, 260 CCTV cameras have been installed
  • A police control room has been opened inside the stadium
  • The Bidhannagar Police Commissionerate has tied up with two prominent hospitals in Salt Lake to admit any spectator who may need treatment
  • Smoking will be banned at the stadium premises

 

একনজরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপকে পাখির চোখ করে পুরো নিরাপত্তায় ঢেকে গেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

একনজরে দেখা যাকঃ-

  • খেলা শুরুর দু’ঘণ্টা আগে খোলা হবে স্টেডিয়ামের গেট।
  • ফিফা মনোনীত সংস্থা স্টেডিয়ামে জল বিক্রি করবে।
  • থাকছে ২৬০০ গাড়ির পার্কিং। পার্কিং এরিয়ায় বিনামূল্যে জল বিতরণ করবে রাজ্য সরকার।
  • বেশ কিছু অঞ্চল নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করা হবে।
  • প্রতিদিনের জন্য আলাদা আলাদা রঙের টিকিট।
  • স্টেডিয়ামে ঢোকার আগে প্রতিটি টিকিট স্ক্যান করা হবে।
  • একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ওই টিকিট নিয়ে ফের স্টেডিয়ামে ঢোকা যাবে না।
  • মহিলারা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন।
  • থাকছে ১১০টা চেকিং পয়েন্ট। প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে হবে দর্শকদের।
  • পছন্দের দেশের পতাকা নিয়ে ঢোকা যাবে তবে লাঠি জাতীয় কিছু নিয়ে ঢোকা যাবে না।
  • কোনও দুর্ঘটনা ঘটলে ৬৬হাজার দর্শককে আট মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বাইরে বার করে আনতে পারবে পুলিশ কর্মী।
  • যুবভারতী চত্বরে ধূমপানও নিষেধ।
  • নিরাপত্তার জন্য ২৬০টি সিসি টিভি থাকছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে স্টেডিয়ামের মধ্যেই।
  • কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে চিকিৎসার ব্যবস্থা। সল্টলেকের দুটি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বাঁধছে কমিশনারেট।
  • ব্যাগ, খবরের কাগজ, কোল্ড ড্রিঙ্কসের ও জলের বোতল নিয়ে প্রবেশ নিষেধ।
  • থাকছে স্টুয়ার্ট স্কোয়াড

 

Source; Sangbad Pratidin