October 16, 2017
Bengal Govt introduces special food package for the festive season

The State Food and Supplies Department has introduced special food packages for the festive season. In the first phase, these packages were distributed between September 15-17, on the occasion of Durga Puja.
Distribution for the second phase, to mark the occasion of Chhat Puja and Diwali, has commenced on October 11 and will continue till October 27.
These are the benefits of the special food package:
1. 1 litre mustard oil for Rs 91.5
2. 1 litre rice bran oil for Rs 79.5
3. 500 g subsidised malda for Rs 22/kg
4. 500 g subsidised sugar for Rs 38.5/kg
To know more, log on to www.wbpds.com or call 1967, 18003455505 (8 AM – 8 PM)
বিশেষ ফুড প্যাকেজ রাজ্য সরকারের
রাজ্যবাসীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। খাদ্য সরবরাহ দপ্তর ঘোষণা করেছে উৎসবের সময় স্পেশ্যাল ফুড প্যাকেজ দেবে রাজ্য সরকার।
দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রথম দফায় এই প্যাকেজ দেওয়া হয় সেপ্টেম্বরের ১৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত।এবার ছট পুজো উপলক্ষে অক্টোবরের ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেওয়া হচ্ছে।
উপভোক্তারা এই অতিরিক্ত সুবিধা পাবেন:
১. ১লিটার সর্ষের তেল ৯১.৫ টাকায়
২. ১ লিটার রাইস ব্র্যান তেল ৭৯.৫ টাকায়
৩. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া ময়দা ২২ টাকা কিলো দরে
৪. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া চিনি ৩৮.৫০ টাকা কিলো দরে
আরও বিশদে জানতে ক্লিক করুন www.wbpds.com কিংবা যোগাযোগ করুন এই নম্বরে – 1967, 18003455505 (সকাল ৮টা থেকে রাত ৮টা)