Latest News

October 11, 2017

Bengal Govt decks up buses, vessels, trams for Under-17 World Cup

Bengal Govt decks up buses, vessels, trams for Under-17 World Cup

The Bengal Government, under special instructions from Chief Minister Mamata Banerjee, is leaving no stone unturned to make the FIFA Under-17 World Cup a grand success. The tournament began on October 6, and Kolkata’s Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) hosted its first match on October 8.

Kolkata is one of the most important host cities, in a way, as the final, and nine other matches – therefore, 10 matches, which is the maximum number of matches for a city – are going to be held there.

The Transport Department is playing a major role too, as it is responsible for conveying the players and officials to and from the match and practice venues as well as ensuring adequate services for the thousands of tourists – for the matches as well as for sightseeing –converging on to the city.

Hence, the department in a bid to increase the thrill and excitement, is giving a completely new look based on the theme of the World Cup to the exteriors of its buses, vessels and trams, the last one being a heritage of Kolkata, the only city in India to have them.

The vehicles have been repainted and printed with captions like ‘Ebar Khela Jombe Bangla!’ and ‘Biswa Banglae Biswa Cup’, besides the World Cup logo, on the exteriors.

Around 600 buses, mostly air-conditioned, are plying especially for the tournament and have been given a smart makeover. This includes 150 app-based buses, that is, which can be booked through a mobile app. The buses in which students of schools and colleges are brought to the stadium are also being decked up.

Ten trams, plying on the Belgachia-Esplanade, Nonapukur-Esplanade, Tollygunge-Ballygunge and Tollygunge-Esplanade routes, have been decorated. Vessels – operating along and across the river Hooghly, to and from the popular tourist spots of Belur Math and Dakshineswar from jetties in Kolkata and Howrah – have also been decked.

It may be mentioned that FIFA has lauded the State Government for transforming VKBK, popularly known as Salt Lake Stadium, into a world-class facility.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য সেজে উঠছে বাস, ট্রাম ও ফেরি

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে সর্বতভাবে সাফল্যমণ্ডিত করতে যা যা করার দরকার সবই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৬ই অক্টোবর ও কলকাতায় প্রথম খেলা অনুষ্ঠিত হয় ৮ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দেশের যেকটা শহরে এই খেলা হচ্ছে, তার মধ্যে কলকাতার ভূমিকা অগ্রণী কারণ এখানে ফাইনাল, তৃতীয় স্থানের নির্ণায়ক খেলা, কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলা ছাড়াও আরও সাত টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ চলাকালীন রাজ্য পরিবহণ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের খেলার দিন মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়া, অনুশীলনের জন্য মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি অগণিত দর্শকদের নির্বিঘ্নে মাঠে পৌঁছে দেওয়া ও মাঠ থেকে বাড়ি ফেরানোও তাদেরই দায়িত্ব।

প্রতিটি সরকারি বাস, ট্রাম ও ফেরির পুরো রূপ বদলে দেওয়া হচ্ছে খেলার থিমে। নতুন করে রঙ করার পাশাপাশি যানবাহনগুলির বাইরে ব্যানার লাগানো হয়েছে বিশ্বকাপের। লোগো ছাড়াও থাকছে “এবার খেলা জমবে বাংলা” ও “বিশ্ব বাংলায় বিশ্ব কাপ” স্লোগান।

আনুমানিক ৬০০টি বাস যেগুলি এই প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হবে, তাদের বেশীরভাগই শীতাতপ নিয়ন্ত্রিত। এর মধ্যে ১৫০টি বাস সম্পূর্ণ অ্যাপ-নির্ভর। ১০টি ট্রাম যা চলবে বেলগাছিয়া-এসপ্ল্যানেড, নোনাপুকুর-এসপ্ল্যানেড, টালিগঞ্জ-বালিগঞ্জ, টালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে; সেগুলিকেও সাজানো হচ্ছে। হুগলী নদীর ওপর যে ফেরিগুলি চলে, প্রতিটিকে সাজানো হচ্ছে।

প্রসঙ্গত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য ফিফা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে।

Source: Millennium Post