October 31, 2017
Bengal Govt allocates funds for improving school infrastructure

The Bengal Government has allotted funds worth more than Rs 50 crore to improve facilities at government and government-aided schools across Bengal. The facilities include safe drinking water, additional classrooms, boundary walls, etc.
The break-up of the developmental activities is as follows:
Rs 39 crore 2 lakh 78 thousand for additional classrooms for 422 schools in Howrah, Hooghly, Jalpaiguri, Cooch Behar, Kolkata, Malda, Murshidabad, Nadia, North and South 24 Parganas, Purulia, Siliguri, and Purba and Paschim Medinipur districts.
Rs 7 crore 52 lakh 82 thousand 800 for additional classrooms for 106 more schools in Alipurduar, Bankura, Birbhum, and Purba and Paschim Bardhaman. These 528 schools in all include primary, upper primary, secondary as well as higher secondary schools.
Rs 4.25 lakh for safe drinking water for 250 schools, including 120 primary and 130 upper primary schools.
·A few more crores have been allotted for district-wise development projects for schools.
This is a major step in Chief Minister Mamata Banerjee’s efforts to improve the standard of schools in Bengal.
Source: Bartaman
স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের
বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে একসঙ্গে বহু কোটি টাকা বরাদ্দ করল স্কুলশিক্ষা দপ্তর। পুজোর আগে এই খবরে খুশি শিক্ষামহল। আড়াইশো স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহ, বিভিন্ন জেলার স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, সীমানা পাঁচিল প্রভৃতি তৈরির মতো বহু উন্নয়নমূলক কাজ সেই অর্থে করা হবে।
হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, শিলিগুড়ি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪২২টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার টাকা। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— সব ধরনের স্কুলই রয়েছে।
আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের ১০৬টি স্কুলে বাড়তি ক্লাসরুম তৈরি করতে পৃথকভাবে বরাদ্দ হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, রাজ্যের ২৫০টি স্কুলে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুল ১২০টি এবং উচ্চ প্রাথমিক স্কুল ১৩০টি। এছাড়াও জেলাভিত্তিক কিছু প্রকল্পের জন্য আরও কয়েক কোটি অর্থ ছাড়া হয়েছে।