September 29, 2016
Bengal CM inaugurates numerous projects for Hooghly

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated and laid the foundations stones for a bouquet of developmental projects for Hooghly district today during an administrative review meeting in Chinsurah at 4 pm.
The projects that were inaugurated by the Chief Minister today included new administrative buildings for the district, water projects, irrigation projects, road projects, bridges, parks, hostels and police stations, among others.
The Chief Minister also laid the foundation stones for numerous projects including hostels, roads, administrative buildings and Karma Tirthas, among others.
She distributed cycles under Sabuj Sathi, Kanyashree, Yubashree and Sikshashree benefits, agricultural machinery and land pattas.
হুগলী জেলায় আজ প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর
আজ বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চুঁচুড়ায় সার্কিট হাউসের উল্টো দিকে নবনির্মিত প্রশাসনিক ভবনে বৈঠকটি হয়। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন বৈঠকে। আগের প্রশাসনিক বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছিল, সেই সব কাজের অগ্রগতি কতদূর হল, তার হিসাব এবং হাল-হকিকত মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেন প্রশাসনের কর্তারা।
বৈঠকের পরে মুখ্যমন্ত্রী চন্দননগরের উড়ালপুল-সহ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। প্রথামাফিক নানা সরঞ্জাম সহ বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি।