Latest News

October 12, 2017

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2017

Bengal CM gives away Biswa Bangla Sharad Samman 2017

Chief Minister Mamata Banerjee gave away the Biswa Bangla Sharad Samman today at Nazrul Mancha.

The Chief Minister had instituted these awards three years ago. Apart from the awards for the best Durga Pujas, the Chief Minister also started Durga Puja Bisarjan Carnival from 2016. The carnival has become extremely popular across the world.

Here is the list of winners for this year.

 

Highlights of the Chief Minister’s speech:

It is a tradition to meet your near and dear ones for mishtimukh after Bijoya. I am happy to meet with you all on this occasion.

Crores of people had visited various pandals during the festive days. But there had not been any untoward incidents. My best wishes to all for maintaining peace and harmony during Durga Pujo.

his year, Muharram and Durga Puja happened at the same time, this happens every 25-30 years. For the last four to five years, the people of Bengal have been celebrating Durga Puja and Muharram around the same time. This year, the celebrations were totally incident-free, for which I congratulate the puja committees and the people.

We all follow some religion or the other, but we all celebrate festivals together. A lot of conspiracies were hatched, but to the credit of you all, no untoward incident happened during the happy festival. What Bengal can do, no one else can. I am sure had Ganapati Visarjan and Muharram coincided, Maharashtra would not have been able to conduct them in a smooth manner.

A lot of foreign tourists came to Bengal to witness the grand festival. Durga Puja has now become a 10-day festival. So many artistes toil tirelessly for months on end to create such beautiful pieces of art. Durga Pujo generates huge employment opportunities.

This year the Bishorjon Carnival was a huge success. Several crores of people watched it from across the world online. I have been flooded with congratulatory comments on social media. This year 70 clubs participated; next year we will include 10 more clubs.

I appeal to you all to exercise caution during Kali Pujo. Do follow the fire safety norms. Do not let your celebration become a cause of concern for someone else. My advance wishes for Chhat and Jagadhatri Pujo. The festive season has just begun and will continue till Gangasagar Mela in January.

 

 

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭ পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

 

আজ নজরুল মঞ্চে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭ পুরস্কার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয় বর্ষে পড়ল এই সম্মাননা প্রদান।

এবারের পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নিন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

বিজয়ার পরে মিষ্টিমুখ করার একটা প্রথা আছে। আজ আপনাদের সাথে মিলিত হয়ে খুব ভালো লাগছে। কোটি কোটি মানুষ পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখেছেন। কিন্তু, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাইকে আমি অভিনন্দন জানাই। প্রচুর বিদেশী অতিথি এসে প্রশংসা করেছেন।

আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে পুজোর দিনগুলো সুন্দর ভাবে, শান্তিপূর্ণ ভাবে আপনারা পালন করেছেন। মহরম ও পুজো একসঙ্গে ছিল। ১৯৮২ সালে একই সাথে মহরম ও পুজো পড়েছিল। এরকম ২৫-৩০ বছর পরপর হয়। গত ৪/৫ বছর ধরে পুজো-মহরম একই সময় বাংলার মানুষ করে এসেছে। এবার কোনও ঘটনা ঘটেনি। এই কৃতিত্ব কিন্তু সকল পুজো কমিটির ও মানুষের।

ধর্ম যার যার, উৎসব সবার। চক্রান্ত কম হয়নি, প্ররোচনা কম হয়নি, কিন্তু, পুজো কমিটিগুলো এই ফাঁদে পা দেয়নি। আমি প্রতিটা মানুষকে আমার অভিনন্দন জানাই।

মহারাষ্ট্র একসাথে গণপতি বিসর্জন ও মহরম একসঙ্গে করে  দেখাতে পারবে না। বাংলা যা পারে, অন্য কেউ তা পারে না।

এই পুজোকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থান হয়। পুজো শুধু বিগ নয়- ‘বিগেস্ট ইনভেস্টমেন্ট’। মাসের পর মাস খেটে শিল্পীরা চমকে দেওয়ার মতো প্যান্ডেল বানায়।

এবছর ৭০টি ক্লাবকে নিয়ে বিসর্জন হয়েছে, সামনের বার আরও ১০টি ক্লাব বাড়বে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনলাইনে এই কার্নিভ্যাল দেখেন। আমার কাছে প্রচুর শুভেচ্ছা বার্তা এসছে।

সামনেই কালী পুজো। সবার ভাল কাটুক। আগুন নিয়ে সাবধান, আলোকের এই ঝর্ণাধারায় সবার জীবন ভরে উঠুক। বাজি পোড়ানোর সময় সতর্ক থাকবেন, আপনার আনন্দ যেন অন্য কারো দুঃখের কারণ না হয়।

ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। সবে তো উৎসব শুরু হল, এই উৎসবের মরশুম চলবে গঙ্গাসাগর মেলা পর্যন্ত।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।