Latest News

January 7, 2018

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Bengal CM to distribute 5 lakh houses to the poor under Banglar Bari

Chief Minister Mamata Banerjee, at a public meeting after the inauguration of Mati Utsav on January 2, announced that the State Government would construct five lakh houses (for five lakh families) for economically weaker sections (EWS) under the Banglar Bari Scheme.

Banglar Bari is a scheme meant for financially weaker families in municipal areas, who are homeless and whose monthly income is less than Rs 10,000, and is implemented through the building of four-storey apartments, where a flat is given to each such homeless family.

This project for five lakh houses would be formally inaugurated by the Chief Minister during a programme at Netaji Indoor Stadium, Kolkata on January 5. Simultaneously, it would be inaugurated in all the blocks too.

She also announced the increasing of State Government spending for construction of houses under Bangla Awas Yojana to Rs 1.2 lakh, from Rs 75,000, and the inauguration of the Banglar Bari Scheme for North 24 Parganas and Howrah districts on February 4.

The Bengal Government also runs the Gitanjali Scheme for building houses for economically weaker sections in rural regions. Rs 70,000 is spent for a house in the plains and Rs 75,000 for a house in the Hills (forest villages in Jalpaiguri district) and the Sundarbans and in Jangalmahal. From May 2011 to May 2017, 2,98,745 families have benefitted, and the aim is to build 1 lakh units during financial year 2017-18.

 

৫ লক্ষ পরিবারের হাতে এবার ‘বাংলার বাড়ি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী

রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, দু’টাকা কেজি চাল-গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী আর সবুজসাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুঃস্থ-গরিব মানুষের জন্য ‘মাথার ছাদ’-এর সংস্থান।

বাংলা আবাস যোজনার অন্তর্গত আবাসন প্রকল্পে পাঁচ লক্ষ পরিবারের জন্য ‘বাংলার বাড়ি’ তৈরী করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গৃহহীন মানুষের আবাস সংক্রান্ত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি নিজেই।

মঙ্গলবার বর্ধমানে ষষ্ঠ মাটি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, গোটা রাজ্যেই তৈরী হবে বাংলার বাড়ি। ওইদিন কলকাতায় এই অনুষ্ঠানের সূচনা যেমন হবে, তেমনই ব্লক স্তরেও তার শুভারম্ভ হবে সংশ্লিষ্ট জেলাশাসক এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে।

তিনি জানান, আগে আবাসন প্রকল্পে সরকারি ভর্তুকির পরিমাণ ছিল ৭৫ হাজার টাকা। এই টাকায় কিছুই হয় না! তাই এখন থেকে বাড়ি পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে, উত্তর ২৪ পরগনা আর হাওড়া জেলায় আগামী ৪ ফেব্রুয়ারি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা হবে।

আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য বাড়ি তৈরী করে দিতে রাজ্যের নতুন প্রকল্প ‘গীতাঞ্জলী’ চালু হয়েছে। এই প্রকল্পে সমতল এলাকায় সুবিধাপ্রাপকদের একক প্রতি ৭০ হাজার টাকা দেওয়া হয়। পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহল এলাকায় অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। ২০১১র মে মাস থেকে শুরু করে ২,৯৮,৭৪৫টি পরিবার উপকৃত হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ ইউনিট।