September 6, 2016
Bengal CM arrives in Germany, to explore investment opportunities

A high powered official and business delegation from West Bengal, led by Chief Minister Mamata Banerjee is in Germany to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between Germany and Bengal.
The Bengal Chief Minister arrived in Germany on Monday night and she would be addressing an exclusive Interactive Session on September 7 in Munich and a series of meetings with German business leaders are on the cards during her visit between September 5 -9.
State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.
Dr Mitra said that the past two editions were particularly successful and had attracted participation from 31 countries while he was addressing a seminar on Business Opportunities in Bengal in Dusseldorf on Monday.
Gunther Horzetzky, state secretary, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia said that a working group might be formed to take forward the discussions and chalk out a roadmap for closer engagement between the two regions.
Dr Amit Mitra and Kolkata Mayor Sovan Chatterjee along with a 29-member business delegation reached Duesseldorf on Monday where Mitra held a meeting with Norbert Walter Borjans, Finance Minister of North Rhine-Westphalia discussing bilateral issues.
মিউনিখে মুখ্যমন্ত্রী, আজ শিল্প বৈঠক
রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি বাণিজ্য দল জার্মানি এসেছেন।
সোমবার রাতে জার্মানি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭ সেপ্টেম্বর মিউনিখে তিনি জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক একটি বৈঠক করবেন।
বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷
বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷
এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷
মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷
ডাঃ অমিত মিত্র এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ ২৯ জন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ডুসেলডর্ফ পৌঁছে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷