Latest News

September 5, 2016

Bengal CM to leave for Germany today

Bengal CM to leave for Germany today

Bengal Chief Minister Mamata Banerjee, who is on a visit to Italy and Germany will be leaving for Germany tonight. The Chief Minister will be accompanied by State Finance and Industries Minister Dr Amit Mitra and a 29-member business delegation.

State Finance Minister Dr Amit Mitra said, “Two leading German chambers of commerce — BVMW and the Association of German Chamber of Commerce and Industry (IHK) — have invited her”.

The business delegation with the CM will include Harshvardhan Neotia, chairman of Ambuja-Neotia Group; Sanjiv Goenka, chairman of R P-Sanjiv Goenka Group; Chandra Kumar Dhanuka, executive chairman of Dhunseri Group of Industries and several other captains of industry.

This will be the first business trip of Mamata Banerjee in her second term as the Bengal Chief Minister.

 

আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ রাতে ইতালি থেকে জার্মানির মিউনিখ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র সহ ২৯ জন শিল্প প্রতিনিধিদের একটি দল আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “জার্মান চেম্বার অফ কমার্সের – BVMW এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জার্মান এসোসিয়েশনের (IHK) – তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে.”

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আর পি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা এবং চন্দ্র কুমার ধানুকা সহ বিভিন্ন শিল্পপতিরাও আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাণিজ্য সফর।