Latest News

January 11, 2018

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Bengal Chief Minister conveys her best wishes to pilgrims at Gangasagar Mela

Like every year, this year too, the Bengal Government has set up all the facilities for a successful Gangasagar Mela, and Chief Minister Mamata Banerjee has taken a leading part.

Lakhs of pilgrims have arrived from all over India, and many from other countries too. Among the steps taken are satellite phones to police personnel at crucial points, Wi-Fi zone, CCTV, a special website, and others.

The Chief Minister has a special message for all the pilgrims congregated at Ganga Sagar.

Chief Minister’s message:

My heartiest welcome to all pilgrims to Gangasagar Mela. To make your entire journey to, and stay at, Gangasagar Mela successful and safe, the Bengal Government has taken a lot of measures.
Adequate drinking water, toilet, residence and other facilities have been arranged for all pilgrims. Life insurance has also been taken on all pilgrims by the State Government.
Security arrangements have been taken at all places – be it at the fairground or along the way. We wish for all of you a successful, safe and blessed stay.

 

গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

প্রতি বছরের মত এ বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করেছে গঙ্গাসাগর মেলার।

এই পুণ্য স্নান করতে দেশ বিদেশ থেকে এসেছেন লক্ষ লক্ষ পুন্যার্থী, পর্যটক। তাদের আতিথেয়তা ও নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন গ্রহণ করেছে প্রচুর পদক্ষেপ।

স্যাটেলাইট ফোন, ওয়াইফাই জোন, সিসিটিভি, ওয়েবসাইট সব খোলা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রশাসনের তরফ থেকে পুন্যার্থীদের দেওয়া হয়েছ কিছু সতর্ক বার্তা।

এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আগন্তুকদের উদ্দেশ্যে বার্তা দিলেন:

“গঙ্গাসাগরে আগত সমস্ত তীর্থ যাত্রী মা, বোন, ভাই এবং গুরুজনদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের যাত্রা সাফল্যমন্ডিত, নিরাপদ এবং কল্যাণময় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।

পানীয় জল, শৌচালয়, যাত্রী-নিবাস ইত্যাদির পর্যাপ্ত এবং উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে। সকল তীর্থযাত্রীদের জীবনবীমাও করা হয়েছে। যাতায়াত ব্যবস্থা তথা মেলা প্রাঙ্গণ এবং অন্য সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আমরা আপনাদের সাফল্যমণ্ডিত, নিরাপদ ও মঙ্গলময় যাত্রার শুভ কামনা করি।”