Latest News

March 26, 2016

Bengal can’t be made taint-free unless the CPI(M) is defeated: Abhishek Banerjee

Bengal can’t be made taint-free unless the CPI(M) is defeated: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed two rallies in Purulia on 25 March. The first rally was held in Jaipur, in support of the Trinamool candidate for the 2016 Assembly election, Shaktipada Mahato, followed by another in Bandwan, in support of Rajib Soren.

He said, “Bengal can’t be made taint-free unless the CPI(M) is defeated.”

He criticised the CPI(M)-Congress alliance, dismissing it as one without any real purpose, just like an air-filled balloon, as against the alliance of substance – that of the Trinamool’s with the people.

Abhishek Banerjee said that the Opposition is only intent on maligning and spreading misinformation. He said, “The CPI(M) is like coal, that can’t be made white no matter how many times you wash it. ‘Harmad’ are still hiding amongst them.”

 

 

সিপিএমকে হারাতে না পারলে বাংলাকে কলঙ্কমুক্ত করা যাবে নাঃ পুরুলিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 

শুক্রবার পুরুলিয়ায় ২টি জনসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমটি জয়পুরে তৃণমূল প্রার্থী শক্তিপদ মাহাতোর সমর্থনে এবং দ্বিতীয়টি বান্দোয়ানে তৃণমূল প্রার্থী রাজীব সোরেনের মাধ্যমে।

তিনি বলেন, “সিপিএমকে হারাতে না পারলে বাংলাকে কলঙ্কমুক্ত করা যাবে না, সিপিএম যতদিন বাংলায় থাকবে ততদিন বাংলায় কলঙ্ক থাকবে”।

সিপিএম-কংগ্রেস জোটকে এদিন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের জোটের বিরুদ্ধে ফানুসের জোট হয়েছে। মা-মাটি-মানুষ বনাম সন্ত্রাসবাদীদের জোট হয়েছে”।

এদিন তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন যে বিরোধীদের কাজ শুধুই কুৎসা ও অপপ্রচার করা। তিনি বলেন, “সিপিএম দল কয়লার মত, যাকে হাজারবার ধুলেও পালটাবে না, তাদের মধ্যে হার্মাদরা এখনও লুকিয়ে রয়েছে”।