Latest News

September 7, 2016

Bengal aims to make 12 lakh people literate by 2017

Bengal aims to make 12 lakh people literate by 2017

The Bengal Government will take up a special drive to make 12 lakh people literate by January 2017, MoS for Mass Education and Library Science departments said.

The Minister said that as per the 2011 census, 22 per cent of the total population in the state was illiterate. Among them, a majority are poorest of the poor, minorities and dalits. He said his department would launch a massive campaign throughout the state to make more people literate. The department has taken up a scheme to make 10 per cent of the population literate within the next five years.

On September 9, a rally will be taken out in the city from Gandhi Statue to Rabindra Sadan, where a programme to create awareness about the campaign will be held.

The State Library department has taken up a special drive to help students to develop their habits of reading books and going to the library. There are 2,500 state-run libraries in 20 districts. Public Library Day was observed in the state on August 30, where attempts were made to woo students to develop the habit of reading books through programmes, symposiums and discussion.

The State Library Science Minister said it would be his prime duty to make the students aware of the libraries and then develop the habit to go there for studies.

 

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্য সরকারের

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্যে এক বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার।

মন্ত্রী বলেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী, রাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ নিরক্ষর ছিলেন। তাদের মধ্যে একটি বড় অংশ ছিল দরিদ্র, সংখ্যালঘু ও দলিত শ্রেণীর মানুষ। তিনি জানান তাঁর দপ্তর সমগ্র রাজ্য জুড়ে মানুষকে সাক্ষর করার জন্য এক অভিনব প্রচার চালাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে ১০ শতাংশ মানুষকে সাক্ষর করতে একটি প্রকল্প চালু করেছে দপ্তর।

৯ সেপ্টেম্বর, গান্ধীর মূর্তি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি সমাবেশের মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হবে,

শিক্ষার্থীদের বই পড়া এবং লাইব্রেরি যাওয়ার অভ্যাস গড়ে তুলতে রাজ্য গ্রন্থাগার বিভাগ একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। ২০টি জেলায় রাজ্য পরিচালিত ২,৫০০ টি গ্রন্থাগার রয়েছে। গত ৩০ আগস্ট সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

রাজ্যের লাইব্রেরী সায়েন্স মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে লাইব্রেরি সম্বন্ধে সচেতনতা তৈরি করা এবং তারপর গবেষণার অভ্যাস তৈরি করাই তার মৌলিক দায়িত্ব।