Latest News

January 18, 2016

Baul Festival at Kenduli every year: WB CM

Baul Festival at Kenduli every year: WB CM

West Bengal Chief Minister Ms Mamata Banerjee was present at the Baul and Folk Festival at Kenduli in Birbhum District.

With the assistance of the State Government, over one thousand Baul singers under the State Lokprasar Prakalpa will perform in a chorus today.

The biggest attraction of Kenduli’s Joydev Mela is that it features tradition folk culture with performances mainly by the Baul community. The Mela has been promoted nationally and internationally by the State Tourism Department.

Incidentally, Bauls of Bengal – an integral part of the heritage of the State – will be showcased by the State Government at the Republic Day parade at Rajpath in New Delhi this time.

 

Highlights of her speech:

  • Birbhum is the land of bauls, who have for times immemorial spread the tune of peace and serenity
  • We will redevelop the two temples dedicated to Jaydev, who was born in 1143, I have instructed the DM about the same
  • Rs 2.5 crore is being sanctioned for the redevelopment
  • 42,000 artists in Birbhum district are now getting Rs 1000 per month
  • 18,000 more would start getting the same soon
  • We are setting up a Baul Academy at Kenduli, to be named ‘Jaydeb’
  • We are setting up an eco-tourism park in Bolpur, which I have named Rangabitan (from ‘the words ‘rangamati’ and ‘Geetabitan)
  • We are setting up an industrial township in Panagarh in Bardhaman district
  • Agriculture and industry are like siblings. We must give importance to both
  • ‘Amra cholbo notun kore, Bangla gorbo notun kore.’ (We will march on a new path, create a new, progressive Bengal)
  • Why didn’t they do Mati Utsav for farmers? We started it in 2012 and the UN also joined in 2014
  • We are going to inaugurate ‘Mati Tirtha’ tomorrow. It will be a permanent structure for farmers
  • I promise to come here for Joydev Mela every year. We will hold a Baul Utsav here during this time

 

 

Photo courtesy: Anurag Mallick

 

প্রতি বছর কেন্দুলিতে হবে বাউল উ९সব : মুখ্যমন্ত্রী 

আজ বীরভূমে কেন্দুলির ‘বাউল ও লোক উ९সব ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের সহায়তায় লোকপ্রসার শিল্পের অন্তর্গত এক হাজার বাউল বাউল আজ এখানে সমবেত সঙ্গীত পরিবেশন করবেন।

জয়দেবের কেন্দুলি মেলার সবচেয়ে বড় আকর্ষণ হল লোক সংস্কৃতি এবং বাউলদের অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এই মেলার প্রসার ঘটিয়েছে রাজ্য পর্যটন বিভাগ।

ঘটনাচক্রে, এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বাজবে বাংলার ঐতিহ্যবাহী বাউলের সুর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

  • এটি একটি সংস্কৃতির মেলা হিসেবে পরিচিত
  • আমরা জয়দেবের এই মন্দিরের সংস্কার করব
  • “লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে”
  • একতারা আমার জীবনের লক্ষ্য
  • শিল্পীর কোনও জাত হয়না, শিল্পী সার্বজনীন
  • বোলপুরে ‘রাঙাবিতান’ নামে একটি ইকো ট্যুরিজম পার্ক তৈরি হচ্ছে
  • পানাগড়ে একটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে
  • কৃষি এবং শিল্প ভাইবোন, তাদের একসঙ্গে নিয়েই আমাদের কাজ করতে হবে
  • এবার থেকে প্রতি বছর জয়দেব মেলায় বাউলদের নিয়ে একটি উতসব করা হবে
  • আগামীকাল আমরা ‘মাটি তীর্থ’ উদ্বোধন করব
  • ৪২০০০ শিল্পীকে এখন থেকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে
  • “আমরা চলব নতুন করে, বাংলা গড়ব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে, বাংলা জাগবে নতুন বাউলের সুরে”